শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার কাছে তরুণদের প্রত্যাশা
নানা জল্পনা-কল্পনার পর অবশেষে মোটামুটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপিসহ প্রধান বিরোধীরা ভোটের বাইরে থাকায় এবারও একক সংখ্যাগরিষ্ঠতা পেতে বেগ পেতে হয়নি টানা তিন মেয়াদ ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। ২২২টি আসনে বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে নতুন সরকারের।
নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর এবার আলোচনা শুরু হয়েছে নতুন মন্ত্রিসভা নিয়ে। সর্বত্রই কৌতূহল- নতুন সরকারের মন্ত্রিসভায় কে থাকছেন, কে বাদ যাচ্ছেন আর নতুন করে কে যুক্ত হচ্ছেন। এবারের সরকারেও নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা সেটা অঘোষিতভাবে চূড়ান্ত। তিনিই ঠিক করছেন মন্ত্রিসভা কাঠামো। নামও ঘোষণা করা হয়েছে নতুন মন্ত্রীদের। আছেন পুরোনো পরীক্ষিত মন্ত্রীরাও।
তবে নতুন মন্ত্রিসভার প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা রয়েছে নানামুখী। কথা হয় তরুণ উদ্যোক্তা হাসিবুল ইসলামের সঙ্গে। তিনি চান গণমানুষের কষ্ট বুঝবেন এমন নেতারাই এগিয়ে নিক নতুন মন্ত্রিসভা।
তরুণ চিকিৎসক রাফিউল ইসলামের দাবি- দক্ষতা আর কর্মক্ষমতা অনুযায়ী মন্ত্রণালয় বণ্টন করে জনগণের প্রয়োজন পূরণ জরুরি।
বেসরকারি চাকরিজীবী আরিফুল সাজ্জাদ মনে করেন, মন্ত্রণালয়গুলোর সুষম সমন্বয়ের অভাবে সাধারণ মানুষের চাওয়া পূরণে বেগ পেতে হয়, তাই এই সমন্বয় নিশ্চিতের দাবি করেন তিনি।
আর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাদিম মাহমুদ মনে করেন, তরুণদের প্রাধান্য দিয়ে সরকার তার কাজ গুলো এগিয়ে নিলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। #
পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/১১