নতুন মন্ত্রিসভার সদস্যদের চ্যালেঞ্জ
নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকার পালনই সরকারের মূল কাজ: মন্ত্রিসভার সদস্যরা
নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেওয়াই হবে নতুন সরকারের মূল কাজ। তাই দ্বাদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভার সদস্যরা বলছেন, ২০২৪ সালে নতুন বাংলাদেশের যাত্রা শুরু।

দল-মত নির্বিশেষে দেশের অব্যাহত উন্নয়নযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে যেতে দলের নেতাকর্মীদের ঠাণ্ডা মাথায় চলতে হবে। কাজ করতে হবে সবাইকে একযোগে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোথাও সহিংসতা বা সংঘাতে জড়ানো যাবে না। দেশের মানুষের প্রত্যাশা ও দেশ পরিচালনার চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে হবে। এজন্য নিত্যপণ্য মূল্য নিয়ন্ত্রণকে বেশ গুরুত্ব দিয়ে দেখছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বহি:বিশ্বে দেশের সম্পর্কোন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মনে করেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ করতে পারলে জনগণ শান্তিতে থাকবে, সেই লক্ষ্য প্রধান হবে তাদের। কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেন, দেশের জিডিপির বড় অংশ আসে কৃষি থেকে, সেই খাতের আধুনিকায়ন ও সম্মৃদ্ধিতে তিনি কাজ করতে চান সাফল্যজনকভাবে।
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ প্রকৃতির উন্নয়নে গুরুত্ব দিতে হবে সর্বাগ্রে। আর যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমূল হাসান পাপন মনে করেন, সামগ্রীক ক্রীড়া ক্ষেত্রের মানোন্নয়ন জরুরি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলছেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করাই হবে তার অন্যতম লক্ষ্য। আর তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মনে করেন, প্রযুক্তির আধুনিকায়নকে ব্যবহার করে তরুন প্রজন্মর কর্মসংস্থান নিশ্চিত করাই হবে মূল চ্যালেঞ্জ। #
পার্সটুডে/বাদশা রহমান/গাজী আবদুর রশীদ/১৪