দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে গুড়িগুড়ি বৃষ্টিতে বিপন্ন জনজীবন
বাংলাদেশের ১০ জেলায় শৈত্যপ্রবাহ, স্কুল বন্ধ উত্তরাঞ্চলের অনেক এলাকায়
মাঘের প্রথম সপ্তাহে হাড় কাঁপানো শীতের সঙ্গে যুক্ত হয়েছে অসময়ের বৃষ্টি। আর এ দুইয়ে মিলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন, খেটে খাওয়া মানুষ। দেশের ১০ জেলায় চলছে শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতায় চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পঞ্চগড়ে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।
দেশের দক্ষিনাঞ্চল বরিশালে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সাথে মাঘের হাড় কাঁপানো শীতে নাকাল হয়ে পড়েছে জনজীবন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত বরিশালে, ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। এদিকে গত ৬ দিনে প্রচন্ড ঠান্ডায় পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঝিনাইদহে শীতের মাঝে অসময়ের বৃষ্টি ছন্দপতন হয়েছে জনজীবনে। গতরাতে হালকা বৃষ্টি হলেও ভোর থেকে গুড়ি গুড়ি বৃস্টি শুরু হয়। শীতের পাশাপাশি বৃষ্টিতে ভোগান্তি বাড়িয়েছে দ্বিগুণ। সড়ক, মহাসড়কে কমেছে মানুষের উপস্থিতি। বৃষ্টির কারনে,কাজে বের হতে পারছেন না নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গায় শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায়,সকল প্রাথমিক ও উচ্চ ম্যাধমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরিফ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নবেজ উদ্দিন। আজ কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস।
পাবনায় মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সকাল থেকে সূর্যের দেখা নেই। সাথে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় নাকাল জনজীবন। এদিকে, প্রতিদিনই পাবনা জেনারেল হাসপাতালে ঠান্ডাজনিত রোগে শিশু ও বয়স্করা ভর্তি হচ্ছেন। উত্তর পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে, পঞ্চগড়ের জনজীবন স্থবির হয়ে পড়েছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিস সকাল ৯টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে, ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গোপালগঞ্জে ভোর থেকে বৃষ্টি আর ঠাণ্ডা বাতাস,শীতের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। সূর্যের দেখা না মেলার পাশাপাশি ঠাণ্ডা বাতাস কাঁপিয়ে তুলছে মানুষকে। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে দুর্বিষহ দিন পার করছেন তারা।
শৈত্যপ্রবাহ ও টানা তীব্র শীতের কারণে নিউমোনিয়া, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোর আউটডোরে চিকিৎসা নিচ্ছেন লোকজন। #
পার্সটুডে/বাদশা রহমান/এমবি/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।