গুজব ও অপতথ্যকে জবাবদিহিতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i133754-গুজব_ও_অপতথ্যকে_জবাবদিহিতার_আওতায়_আনা_হবে_তথ্য_প্রতিমন্ত্রী
গুজব ও অপতথ্যমুক্ত গণমাধ্যম নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন- এটকো’র সাথে আয়োজিত সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জানুয়ারি ২৫, ২০২৪ ১৮:১৯ Asia/Dhaka
  • মোহাম্মদ আলী আরাফাত
    মোহাম্মদ আলী আরাফাত

গুজব ও অপতথ্যমুক্ত গণমাধ্যম নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন- এটকো’র সাথে আয়োজিত সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার অথবা মন্ত্রণালয়ের কোন কাজে যদি বিচ্যুতি বা ব্যর্থতা থাকে, তা অবশ্যই সমালোচনা হবে। তবে, সঠিক তথ্যের ভিত্তিতে সমালোচনা করতে হবে। তবে সেই সমালোচনা যেন সঠিক তথ্যের ওপর হয়, সেই বিষয়ে জোর দিতে চাই। গণমাধ্যমসহ সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। 

মোহাম্মদ এ আরাফাত বলেন, অনেক সময় মিথ্যা তথ্যের চেয়ে অর্ধসত্য তথ্য অনেক বিপদজনক হয়। পূর্ণাঙ্গ চিত্র তুলে না ধরে পারশিয়াল একটা ইনফরমেশনের ওপর ভিত্তি করলে অডিয়েন্স কিন্তু বিভ্রান্ত হয়। গণমাধ্যম সরকারকে জবাবদিহিতার মধ্যে আনবে এটাই কাম্য এবং আমরা জবাব দেব বলেও জানান তিনি। #

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/২৫