সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজে ধীরগতি, দুশ্চিন্তায় হাওরের ৪ লাখ কৃষক
https://parstoday.ir/bn/news/bangladesh-i134076-সুনামগঞ্জে_ফসল_রক্ষা_বাঁধ_নির্মাণকাজে_ধীরগতি_দুশ্চিন্তায়_হাওরের_৪_লাখ_কৃষক
সুনামগঞ্জে আগাম বন্যা থেকে হাওরের বোরো ধান রক্ষায় নির্মাণ করা হয় ফসল রক্ষা বাঁধ। একমাস পেরিয়ে গেলেও পুরোদমে শুরু হয়নি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ। ফলে দুশ্চিন্তা নিয়ে বোরোধান রোপন করছেন কৃষকরা। বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবি তাদের।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ১৮:৩১ Asia/Dhaka

সুনামগঞ্জে আগাম বন্যা থেকে হাওরের বোরো ধান রক্ষায় নির্মাণ করা হয় ফসল রক্ষা বাঁধ। একমাস পেরিয়ে গেলেও পুরোদমে শুরু হয়নি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ। ফলে দুশ্চিন্তা নিয়ে বোরোধান রোপন করছেন কৃষকরা। বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবি তাদের।

সুনামগঞ্জে প্রতি বছরই আগাম বন্যা থেকে হাওরের বোরো ধান রক্ষায় নির্মাণ করা হয় ফসল রক্ষা বাঁধ। গত ১৫ ডিসেম্বর জেলার ১২টি উপজেলায়, ১২৫ কোটি টাকা ব্যয়ে ৭৩৩ টি অংশে ৫৯১ কিলোমিটার বাঁধের নির্মাণকাজ শুরু হয়। যে কাজের নির্ধারিত মেয়াদ দেয়া ছিল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কাজ শুরু হওয়ার ১ মাস পেরিয়ে গেলেও, বাঁধ নির্মাণ পুরো শেষ না হওয়ায় চিন্তিত হাওরের ৪ লাখ কৃষক।

তারা জানান, প্রতিবছর হাওরের বাঁধ নিয়ে কৃষকদের দুশ্চিন্তায় থাকতে হয়। কোনো বছরেই বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আগাম বন্যায় হাওরের ধান নষ্ট হয় বলে জানান হাওরের কৃষকরা। এ বছর নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, হাওরের পানি বিলম্বে নামায় বাঁধের কাজে সমস্যা হচ্ছে। তবে বেঁধে দেয়া সময়ের মধ্যে কাজ শেষ হবে। আর সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, মাঠে কঠোর তদারকি চলছে, কাজে কোনো ধরনের অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

চলতি বছর সুনামগঞ্জে ৪ লাখ কৃষক দুই লাখ ২৩ হাজার ২৪৫ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করেছেন। যেখান থেকে এবছর ১৩ লাখ ৭০ হাজার ২০২ মেট্রিক টন ধান উৎপাদিত হবার আশা করছে সংশ্লিষ্টরা।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/৩