এক রাতে পেঁয়াজ কেজিতে বাড়ল ১৫ টাকা; নির্দেশনা মানছে না মাংস বিক্রেতারা
(last modified Fri, 09 Feb 2024 11:38:31 GMT )
ফেব্রুয়ারি ০৯, ২০২৪ ১৭:৩৮ Asia/Dhaka

রমজান যত কাছে আসছে, বাজারে পণ্যের দাম ততোই বাড়ছে। কিন্তু আমদানির ফলে দেশের বাজারে সেঞ্চুরির পথে এগুতে থাকা আলুর বাজারে স্বস্তি ফিরতে শুরু করলেও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। ভোক্তাদের অভিযোগ নিত্যপণ্যের দাম একদিকে কমলে বাড়ে ১০ দিকে। ১০ টাকা বাড়লে কমে ২ টাকা।

তবে, সরকারি উদ্যোগের ফলে আলুর দামে কিছুটা স্বস্তি মিললেও ভরা মৌসুমে সব্জির দাম এখনও সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। পেঁয়াজের দামে আবারও সেঞ্চুরিতে ঠেকল। অপরদিকে চাল,  গরুর মাংস, মাছ, মুরগী, ডিম, মসলা জাতীয় পণ্য এবং ছোলা-চিনি-ডাল-তেল-খেজুরের দামও উর্ধ্বমূখী। আসন্ন রমজান মাসকে ঘিরে নিত্যপণ্যের দাম এখনই নাগালের বাইরে বলে অভিযোগ ক্রেতাদের, স্বীকার করছেন বিক্রেতারাও।

সরকার নির্ধারিত ৬৫০ টাকার গরুর মাংস গত সপ্তাহের মতই বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকায়। মাছের বাজারও আগের মতই ঊর্ধ্বমুখী। তবে আলু আমদানির ফলে দাম নেমে এসেছে অর্ধেকেরও নিচে। সরকার চাইলে সিন্ডিকেট ভাঙতে পারে বলে মনে করেন ভোক্তারা।

তবে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এন শফিকুজ্জামান বলেছেন, সকল প্রকার মজুত ভেঙ্গে বাজারে নির্বিঘ্নে পণ্য সরবরাহ করতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারের বিভিন্ন দপ্তর কাজ করে যাচ্ছে।

আজ (শুক্রবার) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) হলরুমে ডিবেট ফর ডেমোক্রেসির 'দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ' শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বর্তমান বাজার ব্যবস্থা এনালগ পদ্ধতিতে থাকায় কিছুটা ত্রুটি রয়েছে উল্লেখ করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, প্রযুক্তির মাধ্যমে স্মার্ট বাজার ব্যবস্থা করা হচ্ছে।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/৯