নির্বাচনে না আসায় বিএনপিকে ভুলের খেসারত দিতে হবে অনেক দিন: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i134294-নির্বাচনে_না_আসায়_বিএনপিকে_ভুলের_খেসারত_দিতে_হবে_অনেক_দিন_কাদের
নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, অনেকদিন তার খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এখন তাদের অস্তিত্ব সংকট রক্ষায় লড়াই করতে হবে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ০৯, ২০২৪ ১৭:৪৮ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, অনেকদিন তার খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এখন তাদের অস্তিত্ব সংকট রক্ষায় লড়াই করতে হবে।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় পাকিস্তানের নির্বাচনে অনিয়ম নিয়ে কথা না বলায় পশ্চিমাদের সমালোচনা করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক দেশের নির্বাচনে অংশ নেয়া প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব। বিএনপি সেই দায়িত্বে অবহেলা করায় তাদের দীর্ঘমেয়াদি খেসারত দিতে হবে।

এদিকে, গতকাল বৃহস্পতিবার পাকিস্তানে অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতীয় নির্বাচনে ভোট কারচুপি ও সহিংসতা প্রসঙ্গে পশ্চিমারা নিরব কেন- এমন  প্রশ্নও তোলেন ওবায়দুল কাদের। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের চেয়ে বাংলাদেশে গণতন্ত্র অনেক শক্তিশালী বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/৯