মার্চ ০৩, ২০২৪ ১৯:০২ Asia/Dhaka

রমজানকে সামনে রেখে বাংলাদেশে প্রায় প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। এতে করে ভোগান্তিও বাড়ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তসহ সাধারণ মানুষের।রমজান এলেই এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে থাকে, বলে অভিযোগ সাধারণ ভোক্তাদের।

এ বিষয়ে নজরদারী আরো বাড়ানোর দাবী তাদের গত সপ্তাহের তুলনায় চাল,ডাল,পেয়াজ,রসুনসহ কয়েকটি পন্যের দাম বেড়েছে মোটা চাল বিক্রি হয়েছে ২৬ শ টাকা বস্তা কিন্তু এ সপ্তাহে খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা দরে এ ছাড়াও মিনিকেট, নাজিরসাইল চালের দামও বস্তা প্রতি বেড়েছে ২শত টাকা করে পেয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০ থেকে ১১৫ টাকা করে এদিকে সবজীর দামও বেড়েছে খুচরা বাজারে অবশ্য এর পেছনে মজুতদার সিন্ডিকেট প্রধাননত দায়ী বলে অভিযোগ অনেকেরই এমন বাস্তবতায় রমজানকে সামনে রেখে কেউ যেন পণ্য মজুত করতে না পারে, সে ব্যাপারে মাঠ প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরী করে মানুষের ভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন তিনি রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, জেলা প্রশাসক সম্মেলনে উদ্বোধন করে এসব নির্দেশনা দেন তিনি প্রধানমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনকল্যাণমুখী কাজের মাধ্যমে মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে রমজানে নিত্যপণ্যে বাজার নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনকে নজরদারি বাড়ানোর আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এছাড়া পণ্যের উৎপাদনশীলতা বাড়াতে, তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনসম্পদ গড়ে তোলা, কৃষি উৎপাদন বহুমুখীকরণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ওপরেও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা#

 

পার্সটুডে/বাদশা রহমান/এমবিএ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।      

ট্যাগ