ইরানিদের মানবিক হৃদয়: জীবন বাঁচাতে রক্তদান কেন্দ্রে মানুষের ঢল
-
বন্দর আব্বাসে বিস্ফোরণে আহতদের রক্ত দিতে মানুষের ভিড়
পার্স টুডে – ইরানের দক্ষিণে শহীদ রাজায়ী বন্দরে মর্মান্তিক বিস্ফোরণের কয়েক মিনিট পরই সোশ্যাল নেটওয়ার্ক এক্স-এ ফার্সি ভাষায় সর্বাধিক ব্যবহৃত হ্যাশট্যাগগুলোর শীর্ষে ছিল বন্দর আব্বাস, রাজায়ী বন্দর ও শহীদ রাজায়ী ডক।
শহীদ রাজায়ী বন্দরে বিস্ফোরণের ঘটনায় হতবাক ইরানি এক্স ব্যবহারকারীরা অসংখ্য ছবি ও ভিডিও পোস্ট করেছেন এবং আহতদের সুস্থতার জন্য দোয়া করতে বলেছেন।
পার্স টুডে জানিয়েছে, ইরানি ব্লাড ট্রান্সফিউশন অর্গানাইজেশন আহতদের রক্ত দেওয়ার জন্য বিশেষকরে 'ও পজিটিভ' গ্রুপের রক্ত চেয়ে ঘোষণা দেওয়ার পর সারা ইরান থেকে অসংখ্য মানুষ রক্তদান কেন্দ্রগুলোতে যান এবং রক্ত দেওয়ার জন্য দীর্ঘ লাইন তৈরি করেন। রক্তদান কেন্দ্রগুলোতে মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় অনেক ব্যবহারকারীর কাছ থেকে প্রশংসা পেয়েছে।
ইরানিরা আবারও দেখিয়েছে যে, সাহায্যপ্রার্থী ব্যক্তিটি পারস্যের হোক কিংবা লোরের, তুর্কি হোক বা কুর্দি (ইরানি উপজাতি), সিস্তান-বেলুচিস্তানের হোক অথবা পশ্চিম আজারবাইজানের, উত্তরের হোক বা দক্ষিণের- এটা কোন ব্যাপার না। এটাই ইরান। দুর্যোগ ও শোকের সময়ে দেশটির মানুষ ভালোবাসা ও বোঝাপড়ার পাহাড় হয়ে ওঠে এবং তারা একসাথে দাঁড়িয়ে থাকে, ঠিক একই দেহের মতো।
সীমানা ছাড়িয়ে ইরানের জন্য স্পন্দিত হৃদয়
শহীদ রাজায়ী বন্দরের ওই ভয়াবহ ঘটনায় ইরানি জনগণের প্রতি সহানুভূতির ঢেউ ইরানি এবং ফার্সি-ভাষী নেটওয়ার্কের বাইরেও ছড়িয়ে পড়ে এবং অনেক আরবি-ভাষী ব্যবহারকারী ইরানি পতাকার ছবি পোস্ট করে এই ঘটনার প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। আরবিভাষী ব্যবহারকারীরা #بردا_وسلاما_يران হ্যাশট্যাগ ব্যবহার করে ইরান এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন।
এছাড়াও, বেলারুশ, আর্মেনিয়া, রাশিয়া, সৌদি আরব, কিউবা, ভেনিজুয়েলা, বাহরাইন, তুরস্ক, ওমান, ইরাক, তাজিকিস্তান এবং জাপানসহ বহু দেশ নিহতদের পরিবারের পাশাপাশি ইরানের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছে।
শনিবার দুপুর ১২ টার দিকে ইরানের হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসের শহীদ রাজায়ী বন্দরে একটি বড় বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন মারা গেছেন এবং আহত হয়েছেন এক হাজারেরও বেশি।#
পার্সটুডে/এমএআর/২৯