বাজার নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে সরকার, মাঠ প্রশাসনকে কঠোর মনিটরিং-এর নির্দেশনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i135234-বাজার_নিয়ন্ত্রণে_সতর্ক_অবস্থানে_সরকার_মাঠ_প্রশাসনকে_কঠোর_মনিটরিং_এর_নির্দেশনা
রমজানে পণ্য সরবরাহ ও মূল্য ঠিক রাখতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বাজারে পণ্যের দাম নিয়ে যারা কারসাজি করে তাদের কঠোর নজরদারিতে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ০৫, ২০২৪ ১৭:৫৪ Asia/Dhaka

রমজানে পণ্য সরবরাহ ও মূল্য ঠিক রাখতে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বাজারে পণ্যের দাম নিয়ে যারা কারসাজি করে তাদের কঠোর নজরদারিতে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

চলতি বছরের শুরুতে নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথম দিককার বিভিন্ন মন্ত্রিসভা বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। ঐসব বৈঠকে মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টা নেয়ারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে আসন্ন রোজার মাসে দ্রব্যমূল্য ও রোজা সংশ্লিষ্টপণ্যের সরবরাহ পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেই নির্দেশনা দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, কারসাজি যারা করে তাদের দিকে দৃষ্টি দিতে হবে। তিনি বলেছেন, খাদ্যপণ্য আমদানি করে সীমিত কয়েকটি গ্রুপ। তারাও এখানে সব সময় একটা খেলা খেলতে চায়। সেই ক্ষেত্রে প্রশাসনকে এখন থেকেই  প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে রমজান মাসে যে পণ্যগুলো আমাদের বেশি লাগে সেগুলোর মূল্য যেন ঠিক থাকে এবং সেগুলো যেন বাজারে পাওয়া যায় সরবরাহ যেন ঠিক থাকে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন শেখ হাসিনা।

এমন বাস্তবতায় চলমান জেলা প্রশাসক সম্মেলনে নানা নির্দেশনা তুলে ধরছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের কার্য-অধিবেশন শেষে আইনমন্ত্রী আনিসুল হক জানান, কেউ পণ্যের মজুদ করে বাজার অস্থিতিশীল করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেয়া হবে। আর পণ্যমূল্য সহনীয় রাখতে ডিসিদের নিয়মিত বাজার মনিটনিংয়ের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।#

পার্সটুডে/বাদশাহ রহমান/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।