মার্চ ১৮, ২০২৪ ১১:০৯ Asia/Dhaka
  • ‘ডাকাত সন্দেহে’ গণপিটুনিতে নিহত ৪, আহত ১

বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় 'ডাকাত সন্দেহে' গ্রামবাসীর পিটুনিতে অন্তত ৪ জন মারা গেছেন। গুরুতর আহত ১ জনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (সোমবার) ভোররাত ১২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরি গ্রামে এ ঘটনা ঘটে। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা একথা জানিয়েছেন।

তিনি বলেন, ৩ জন ঘটনাস্থলে মারা যায়। অপর ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনি সেখানে তার মৃত্যু হয়। এ ছাড়াও, আহত অবস্থায় অপর ১ জনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।

চাইলাউ মারমা আরও বলেন, 'গ্রামবাসীর ভাষ্যমতে, রাতে একদল ডাকাত তাদের গ্রামে ঢোকে। তখন সবাই মিলে ডাকাতদের পিটুনি দেয়।'

'সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের মরদেহ উদ্ধার করে। আহত ১ জনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। সে জানিয়েছে , তারা আট-দশ জন মিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। রমজান মাস হওয়ায় গ্রামের লোকজন তখন জেগে ছিল।'

ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান চাইলাউ মারমা।#

পার্সটুডে/জিএআর/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ