গণতন্ত্রের ভাষা না বুঝেই সরকারের সমালোচনা করে বিএনপি, মন্তব্য প্রধানমন্ত্রীর
https://parstoday.ir/bn/news/bangladesh-i135752-গণতন্ত্রের_ভাষা_না_বুঝেই_সরকারের_সমালোচনা_করে_বিএনপি_মন্তব্য_প্রধানমন্ত্রীর
বিএনপি গণতন্ত্রের ভাষা বোঝে না বলেই সরকারের বিরুদ্ধে অন্ধ সমালোচনা করে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১৮, ২০২৪ ১৮:১১ Asia/Dhaka
  • গণতন্ত্রের ভাষা না বুঝেই সরকারের সমালোচনা করে বিএনপি, মন্তব্য প্রধানমন্ত্রীর

বিএনপি গণতন্ত্রের ভাষা বোঝে না বলেই সরকারের বিরুদ্ধে অন্ধ সমালোচনা করে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীর আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, এ দেশকে আর কেউ অন্ধকারে ঠেলে দিতে পারবে না, আওয়ামী লীগ সে সুযোগ কাউকে দেবে না।

বক্তৃতার শুরুতেই, বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতার আন্দোলন সংগ্রামের চিত্র তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, শেখ মুজিব না জন্মালে দেশের সব অর্জন ম্লান হয়ে যেত। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই গন্ততন্ত্রে বিশ্বাসী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার আজীবন গণতন্ত্র রক্ষায় আন্দোলন সংগ্রাম করে আসছে। তবে দেশের একটি রাজনৈতিক দল তা ধংসের পায়তারা করছে। শেখ হাসিনা বলেন, বাঙালি বীরের জাতি। আগামীতে এই সকল বাধা পেরিয়ে জাতির পিতার দেখানো পথে বাংলাদেশ আলোর পথে হাটবে বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। এ সময় বিশ্ব বাজারের জেরে, বাংলাদেশেরও নিত্যপন্যের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে জানিয়ে, আর তা প্রশমনে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। #

পার্সটুডে/ বাদশাহ রহমান/ বাবুল আখতার /১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।