পাঁচ দিনেও বান্দরবানে লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি, অভিযান চলছে
(last modified Sun, 07 Apr 2024 09:02:15 GMT )
এপ্রিল ০৭, ২০২৪ ১৫:০২ Asia/Dhaka
  • পাঁচ দিনেও বান্দরবানে লুট হওয়া অস্ত্র উদ্ধার হয়নি, অভিযান চলছে

বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানে পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে লুট হওয়া ১৪টি অস্ত্র ও ৪১৫ গুলির হদিস পাঁচ দিনেও মেলেনি। গ্রেপ্তার করা যায়নি ঘটনায় জড়িত কাউকে। পুলিশ বলছে, উদ্ধার অভিযান চলছে।

গত বৃহষ্পতিবার পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ও ৪১৫টি গুলি লুট করে অস্ত্রধারীরা। এলাকাবাসীর মুঠোফোনও নিয়ে গেছে তারা। বুধবার থানচি থানার দুটি ব্যাংকের শাখা থেকে সাড়ে ১৭ লাখ টাকা লুট করে অস্ত্রধারীরা। এ ঘটনায় রুমা ও থানচি থানায় পৃথক ছয়টি মামলা হয়।

নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা এসব ঘটনায় জড়িত বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অস্ত্র ও গুলি উদ্ধারে দেরির কারণ সম্পর্কে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক নূরে আলম মিনা বলেন, ‘অস্ত্র–গুলি উদ্ধারে অভিযান চলছে।

এদিকে, সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, কেএনএফ সীমান্তের ওপার থেকে অস্ত্র ও সমর্থন পায়। মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং ভারতের মিজোরাম ও মণিপুর রাজ্যের সশস্ত্র গ্রুপ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শক্তিশালী প্রভাবে বাংলাদেশের বান্দরবান এলাকায় পাহাড়ী সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে উঠেছে।

অন্যদিকে থানচি, রোয়াংছড়ি ও রুমা উপজেলায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের তিনটি করে ছয়টি শাখার কার্যক্রম গত বুধবার থেকে নিরাপত্তার কারণে বন্ধ রয়েছে। এ কারণে তিনটি উপজেলার বাসিন্দারা লেনদেন করতে না পারায় আর্থিক কষ্টে রয়েছেন।#

পার্সটুডে/জিএআর/৭

ট্যাগ