মীর কাসেমের সঙ্গে শেষ দেখা করলেন পরিবারের সদস্যরা, ফাঁসির আদেশ কারাগারে
https://parstoday.ir/bn/news/bangladesh-i19096
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে শেষ দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ০৩, ২০১৬ ১৯:১৪ Asia/Dhaka
  • মীর কাসেমের সঙ্গে শেষ দেখা করলেন পরিবারের সদস্যরা, ফাঁসির আদেশ কারাগারে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে শেষ দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।

আজ (শনিবার) বিকেল পৌনে ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৮ মিনিট পর্যন্ত পরিবারের ৩৮ জন সদস্য পর্যায়ক্রমে তার সঙ্গে দেখা করেন। 

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাশির আহমেদ জানান, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ৬টি গাড়িতে করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর পরিবারের সদস্যরা কারাগারে আসেন। পরে নিয়মমতে তারা কারা কর্তৃপক্ষের কাছে সাক্ষাতের জন্য আবেদন করেন। পরিবারের ৩৮ জনকেই কিছু সময়ের জন্য সাক্ষাতের সুযোগ দেয়া হয়। 

এদিকে, মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের নির্বাহী আদেশ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এখন যেকোনো সময়ে মীর কাসেম আলীর ফাঁসি হতে পারে বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার নাশির আহমেদ আজ শনিবার বিকেলে সাংবাদিকদের বলেছেন, ‘ফাঁসি কার্যকরের জন্য যে নির্বাহী আদেশ প্রয়োজন, তা কাশিমপুর কারাগারে এসেছে।’

অন্যদিকে, আজ সকাল থেকে কাশিমপুর কারাগারের চারপাশে এবং বিশেষ করে কারা ফটকের সামনে বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোশাক ও সাদাপোশাকে কাজ করছেন গোয়েন্দারা। কারা ফটকেও তল্লাশি করে নিয়মিত দর্শনার্থীদের ভেতরে ঢোকার অনুমতি দেয়া হচ্ছে।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর ৪০ নম্বর কনডেম সেলে রাখা হয়েছে মীর কাসেম আলীকে।

ছেলেকে ফিরে পাওয়ার শর্ত দিয়ে দুই দিন কাটানোর পর গতকাল শুক্রবার মীর কাসেম আলী জানান, তিনি প্রেসিডেন্টর কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন না। এরপরই ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু করে কারা কর্তৃপক্ষ।#

পার্সটুডে/এআর/৩