হজ প্যাকেজ ঘোষণা করল হাব, সর্বনিম্ন খরচ ৩ লাখ ৩৩ হাজার টাকা
https://parstoday.ir/bn/news/bangladesh-i53963-হজ_প্যাকেজ_ঘোষণা_করল_হাব_সর্বনিম্ন_খরচ_৩_লাখ_৩৩_হাজার_টাকা
বাংলাদেশ থেকে চলতি বছরের বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন ইচ্ছুকদের জন্য সর্বনিম্ন খরচ জনপ্রতি ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা ধার্য করা হয়েছে। আগামীকাল থেকে ২০১৮ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
মার্চ ০৫, ২০১৮ ১৭:৫৯ Asia/Dhaka
  • হজ প্যাকেজ ঘোষণা করল হাব, সর্বনিম্ন খরচ ৩ লাখ ৩৩ হাজার টাকা

বাংলাদেশ থেকে চলতি বছরের বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন ইচ্ছুকদের জন্য সর্বনিম্ন খরচ জনপ্রতি ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা ধার্য করা হয়েছে। আগামীকাল থেকে ২০১৮ সালের বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে।

আজ (সোমবার) দুপুরে  রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)- এর মহাসচিব শাহাদাত হোসেন চৌধুরী এ হজ প্যাকেজ ঘোষণা করেন।

লিখিত বক্তব্যে হাব মহাসচিব এম শাহাদাত হোসেন জানান,  প্রতিটি হজ এজেন্সিকে কমপক্ষে দুটি প্যাকেজ ঘোষণা করতে হবে। তবে কেউ সর্বনিম্ন প্যাকেজের চেয়ে কম টাকা নিতে পারবে না।

হাব মহাসচিব আর বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় ২০১৮ এর সর্বনিম্ন প্যাকেজ ৩ লাখ ৩২ হাজার ৮৬৮ টাকা আগামী ১৫ মার্চের মধ্যে স্ব স্ব হজ এজিন্সেতে  জমা করতে হবে।

এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে যে সর্বনিম্ন প্যাকেজ নির্ধারন করে হয়েছে, তার মধ্যে বিমান ভাড়া বাবদ দিতে হবে ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা। তবে এই প্যাকেজে কোরবানির মূল্য ধরা হয়নি। ঘোষিত সর্বনিম্ন প্যাকেজের বাইরে হজযাত্রীদেরকে নিজস্ব অর্থায়নে (৫০০ রিয়েল) পশু কোরবানি করতে হবে।

বিমান বাংলাদেশ এয়ার লাইন্স হজযাত্রীদের কাছ থেকে অযৌক্তিকভাবে ভাড়া বেশি নিচ্ছে অভিযোগ করে তিনি প্রয়োজনে থার্ড ক্যারিয়ার খুলে দেয়ার আহ্বান জানান।

এর আগে, গত পহেলা মার্চ থেকে সরকারী ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের মূল নিবন্ধন শুরু হয়েছে। প্রাক-নিবন্ধিতরা ১১ই মার্চ পর্যন্ত এই কার্যক্রমে অংশ নিতে পারবেন। 

সরকারি ব্যবস্থাপনায় এবার হজ পালনে প্যাকেজ-১ এর জন্য ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ টাকা এবং প্যাকেজ-২ এর জন্য ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা নির্ধারণ করেছে সরকার। তবে, কেউ আলাদা ফ্লাইটে হজে যেতে চাইলে অবশ্যই আলাদাভাবে নিবন্ধন করতে হবে। এছাড়া, যেসব ব্যক্তি বিগত তিন বছরের মধ্যে হজ করেছেন অথবা ভিসা পাওয়ার পরও হজে যাননি তাদের অতিরিক্ত ৪৬ হাজার ৯৩৫ টাকা পরিশোধ করতে হবে।

সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ পালনের জন্য  অনুমতি  পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় লাখ ২০ হাজার জন হজে যাবেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ আগস্ট হজ হতে পারে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫