সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করব: নজরুলের মৃত্যুবার্ষিকীতে কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i63842-সাম্প্রদায়িকতার_বিষবৃক্ষ_উৎপাটন_করব_নজরুলের_মৃত্যুবার্ষিকীতে_কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করব। এটাই আজকে জাতীয় কবির মহাপ্রয়াণ দিবসে আমাদের অঙ্গীকার।’
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ২৭, ২০১৮ ১৯:৪৫ Asia/Dhaka
  • সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
    সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করব। এটাই আজকে জাতীয় কবির মহাপ্রয়াণ দিবসে আমাদের অঙ্গীকার।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। পরে সাংবাদিকের সঙ্গে কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় কবি অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনায় সমৃদ্ধ ছিলেন। বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ এখনো ডালপালা বিস্তার করে আছে। সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটনের অঙ্গীকার করেন মন্ত্রী।

এদিকে, বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ড: আবদুল মঈন খান বলেন, বিদ্রোহী কবির প্রতিবাদী চেতনাকে ধারণ করে আজকের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে সক্রিয় হতে হবে। 

এ সময় কবির নাতনী খিলখিল কাজী বলেন, কবিকে শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে হবে।

এ উপলক্ষে কবি পরিবারের সদস্য ছাড়াও নানা সাংস্কৃতিক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে কবির সমাধিকে ফুল ফুলে ঢেকে দেয়া হয়।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/২৭