ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ইরানি চলচ্চিত্র প্রদর্শনী
বাংলাদেশের শিল্পকলা একাডেমিতে এখন চলছে ইরানি চলচ্চিত্র প্রদর্শনী। ঢাকাস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে রাজধানীতে ৪ দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে । শনিবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে ৪ দিনব্যাপী ইরানি চলচ্চিত্র প্রদর্শনী উপলক্ষে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর মিডিয়া বিষয়ক উপদেষ্টা জনাব ইকবাল সোবহান চৌধুরী চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ইরানি চলচ্চিত্র বিশ্ব সিনেমায় নতুন মাত্রা যোগ করেছে।
প্রধানমন্ত্রীর মিডিয়া বিষয়ক উপদেষ্টা বলেন, ধর্মীয় চেতনা, মানবিক মূল্যবোধ, সামাজিক সঙ্গতি-অসঙ্গতি, ইরানের ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনা ধারন করে ইরানের চলচ্চিত্র এগিয়ে চলেছে। তাদের চলচ্চিত্র অস্কার, কান থেকে শুরু করে নানাবিধ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হচ্ছে। তাদের চলচ্চিত্র থেকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অনেক কিছু শেখার আছে।
বাংলাদেশে শিল্পকলা একাডেমির নাট্য ও চলচ্চিত্র বিজ্ঞান বিভাগের পরিচালক মো. বদরুল আনাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবরাহীম শাফেয়ী রেযভানীনেযাদ ও প্রখ্যাত অভিনেত্রী ও নাট্য পরিচালক লাকি এনাম।
অনুষ্ঠানে ঢাকাস্থ ইরান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবরাহীম শাফেয়ী রেযভানীনেযাদ বলেন, চলচ্চিত্রের প্রতি মানুষের আকাঙ্খা অনেক উচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান এই আকাঙ্খা পূরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কারণে অস্কার, কান থেকে শুরু করে নানা আন্তর্জাতিক পুরস্কার লাভ করে চলেছে। কেবল পুরুষেরা নয়, ইরানের নারী চলচ্চিত্র নির্মাতারাও খ্যতনামা সব সিনেমা নির্মাণ করে চলেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের ভারপ্রাপ্ত কালচারাল কাউন্সেলর ড. সাইয়্যেদ মাহদী হোসেইনী ফায়েক। শুধু ঢাকাতেই নয় তিনটি জেলার শিল্পকলা একাডেমী ভবনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫