জামায়াতের সঙ্গ ত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিন: ড. কামালের প্রতি তথ্যমন্ত্রী
(last modified Sun, 13 Jan 2019 10:39:16 GMT )
জানুয়ারি ১৩, ২০১৯ ১৬:৩৯ Asia/Dhaka
  • মতবিনিময় করছেন ড. হাছান মাহমুদ
    মতবিনিময় করছেন ড. হাছান মাহমুদ

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্টে জামায়াতে ইসলামীকে অন্তর্ভুক্ত করা নিয়ে ড. কামাল হোসেনের বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। একইসঙ্গে বিএনপি বিরোধিতা করলেও ঐক্যফ্রন্টের শীর্ষনেতা হিসেবে জামায়াতকে পরিত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আহ্বানও জানান তিনি।

আজ (রোববার) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীন বিভিন্ন দফতরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

গতকাল (শনিবার) গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেন, "জামায়াতের সঙ্গে ঐক্য করে অনিচ্ছাকৃত ভুল হয়েছে। জামায়াতের সঙ্গে কখনও রাজনীতি করিনি, ভবিষ্যতেও করব না। আমি যখন ঐক্যে সম্মতি দিয়েছি, তখন জামায়াতের কথা আমার জানা ছিল না। এটা ঐক্যফ্রন্ট গঠনে ভুল ছিল।"

ভুল স্বীকারের জন্য ড. কামাল হোসেনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচন করাটা ভুল ছিল, তিনি সেই ভুল উপলব্ধি করতে পেরেছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। এখন আমি আশা করব, তাদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ না করার ভুল সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে। গণতন্ত্রের অভিযাত্রাকে এগিয়ে নিতে সংসদ সদস্য হিসেবে তারা শপথ নেবেন বলেই আশা করেন তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি একটি পক্ষ উন্নয়ন অগ্রযাত্রাকে পেছন থেকে টেনে ধরার চেষ্টা করছে।

এ সময়, গঠনমুলক সমালোচনা করতে সবার প্রতি আহ্বানও জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম উত্তম সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুর মনন বিকাশে এবং পূর্ণবয়স্কদের মনন সঠিক পথে প্রবাহিত করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। কেউ স্বীকার করুক আর না করুক শেখ হাসিনার হাত ধরেই এই অগ্রগতি সাধিত হয়েছে।

আনিসুল হক

তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান: আইনমন্ত্রী

এদিকে, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, শুধু তারেক রহমানই নন, বিদেশে অবস্থানরত সব অপরাধীকেই ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলমান আছে।

 আজ (রোববার) দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে, সহকারী জজ ও সমমনা কর্মকর্তাদের চার মাসব্যাপী ৩৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধনের পর, সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী। 

নবীন বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, উন্নত দেশে ৯০ ভাগ মামলাই আদালতের বাইরে নিষ্পত্তি হয়। মামলা জট কমাতে আদালতের বাইরে নিষ্পত্তির ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করবেন। ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করতে হবে।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন 

ট্যাগ