ইরানের বিপ্লব বার্ষিকী উপলক্ষে ঢাকায় আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী শুরু
-
বক্তব্য রাখছেন বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেযা নাফার
ইরানের ইসলামি বিপ্লবের ৪০তম বিজয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে পাঁচদিনব্যাপী ইরানি চলচ্চিত্র ও আলোকচিত্রের প্রদর্শনী শুরু হয়েছে।
ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে আজ (শুক্রবার) বিকেলে ‘ইরানের ইসলামি বিপ্লবের ৪০ বছর: অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভা এবং ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও ইরানি চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মো. আবদুল মজিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ মুরাদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেযা নাফার এবং চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা তৌকির আহমেদ।
সভায় বক্তারা বলেন, ইরানের ইসলামি বিপ্লবের চার দশকে দেশটি নিষেধাজ্ঞা, অবরোধসহ বিভিন্ন সঙ্কট উপেক্ষা করে দুর্বার গতিতে এগিয়ে চলেছে। শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, শিল্প, সংস্কৃতি, কৃষি, প্রতিরক্ষা এবং নাগরিক সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশটির উন্নয়ন-অগ্রগতি আজ চোখে পড়ার মতো।
বক্তারা আরও বলেন, ১৯৭৯ সালে সংঘটিত ইরানের ইসলামি বিপ্লব সমসাময়িক বিশ্বের রাজনৈতিক পট পরিবর্তনের একটি মাইলফলক হয়ে আছে। এই বিপ্লব কেবল ইরানের জনগণের কাছেই নয় বিশ্বের অন্যতম বৃহৎ রাজনৈতিক ঘটনা হিসেবেই বিবেচিত হয়ে আসছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক রাসুল মোল্লাকলিপুর পরিচালিত ‘মিম মেসলে মা’দার’ (এম ফর মাদার) চলচ্চিত্রটি প্রদর্শিত হয়।
আগামীকাল শনি থেকে মঙ্গলবার (৯-১২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ও বিকেল ৩টা পর্যন্ত জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে ইরানি চলচ্চিত্র এবং সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে ফটো প্রদর্শনী চলবে।

কাল থেকে দেখানো হবে ইরানের বিখ্যাত পরিচালক মাজিদ মাজিদি নির্মিত চলচ্চিত্র আ’ভা’যে গোনজেশ্কহা’ (চড়ুইয়ের গান), পুরান দেরাখ্শান্দে পরিচালিত পারান্দে কুচেক খোশবাখতি (সৌভাগ্যের ছোট পাখি), তাহমিনেহ মিলানি পরিচালিত ‘সুপার স্টার’, মাহদি ফাকহিমযাদেহ পরিচালিত ‘শেতাব যাদেহ’, আলি হাতামি পরিচালিত ‘মা’দার’ (মা), শাহপুর কারিব পরিচালিত ‘বোগযার যেন্দিগি কোনাম’, রাসুল সাদ্রআমেলি পরিচালিত ‘দোখতারি বা’কাফাসহা’য়ে কেতা’বি (দ্য গার্ল ইন দ্যা স্নিকার্স)’ ও হাবিব কা’বুশ পরিচালিত ‘ওমিদ’ (আশা)। এসব চলচ্চিত্র দেখার জন্য কোনও টিকিট লাগবে না।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৮
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন