অবশেষে এমপি হিসেবে শপথ নিলেন ঐক্যফ্রন্টের সুলতান মনসুর
(last modified Thu, 07 Mar 2019 06:42:41 GMT )
মার্চ ০৭, ২০১৯ ১২:৪২ Asia/Dhaka
  • সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
    সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অবশেষে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরাম নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেন তিনি। 

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার পর তাঁকে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। এ সময় উপস্থিত ছিলেন- ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিমসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। 

এর আগে গত শনিবার স্পিকারের কাছে পাঠানো এক চিঠিতে গণফোরামের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ (মৌলভীবাজার-২) ও মোকাব্বির খান (সিলেট-২) ৭ মার্চ শপথ অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানান

এর একদিন পর গণফোরামের আরামবাগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু হুঁশিয়ারি দিয়ে বলেন, "সংসদে যোগ না দেয়া আমাদের দলের সিদ্ধান্ত এবং এ ব্যাপারে কোনো মতানৈক্য নেই। এরপরও তারা এটা করলে সেটা তাদের নিজের সিদ্ধান্ত, দলের নয় তারা শপথ নিলে আমরা নিশ্চতভাবেই আইন মোতাবেক ব্যবস্থা নেব। আমরা দলীয় বৈঠক করবো তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেব"

মন্টুর এ হুঁশিয়ার পর সংসদ সদ্য মোকাব্বির খান বুধবার বলেছেন, বৃহস্পতিবার তিনি শপথ নিচ্ছেন না, দলের সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত নেবেন তিনি। মোকাব্বির না গেলেও গণফোরাম থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সুলতান মনসুর শপথ নেয়ার সিদ্ধান্তে অটল থাকেন।

গত ৩০ ডিসেম্বর ওই নির্বাচনে অংশ নিয়ে মাত্র ছয়টি আসনে জয় পায় বিএনপি। আর গণফোরামের দুটি মিলিয়ে ঐক্যফ্রন্ট পায় মোট আটটি আসন। নির্বাচনে ‘ভোট ডাকাতির’ অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি তোলে তারা। নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবে না বলেও ঘোষণা দেওয়া হয় বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন

 

ট্যাগ