সংবিধানের ১৬ আনা বাস্তবায়ন দাবি কামালের, গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ফখরুলের
(last modified Tue, 26 Mar 2019 07:42:03 GMT )
মার্চ ২৬, ২০১৯ ১৩:৪২ Asia/Dhaka
  • জাতীয় স্মৃতিসৌধে ড. কামাল হোসেন
    জাতীয় স্মৃতিসৌধে ড. কামাল হোসেন

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ (মঙ্গলবার) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন স্বাধীনতার ৪৮ বছরে সংবিধানের ১৬ আনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

বাংলাদেশের সংবিধান প্রণেতা হিসেবে খ্যাত মুক্তিযুদ্ধের এ প্রবীণ নেতা জনগণকে দেশের মালিক উল্লেখ করে বলেছেন, নির্ভেজাল গণতন্ত্র বাস্তবায়ন করে দেশের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দিতে হবে।

দেশে আজ গণতন্ত্র নেই দাবি করে গণফোরাম সভাপতি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে ঘুষ-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে। দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে সংগঠিত হয়ে সব কিছু অর্জন করতে হবে।

জাতীয় স্মৃতিসৌধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ওদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চরম দুর্ভাগ্য জাতির, যে চেতনা ও আদর্শকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, আজকে সেই চেতনা ও আদর্শ সম্পূর্ণভাবে ভূলুণ্ঠিত হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য একটা চক্রান্ত প্রায় প্রতিষ্ঠালাভ করতে চলেছে।’

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

এ সময় তিনি আরো বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তিই এবারের স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার।

বিএনপির মহাসচিব বলেন, জনগণের অধিকার হরণ করা হয়েছে, ভোটাধিকার হরণ করা হয়েছে, দেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আজকে সাধারণ মানুষের স্বাধীনভাবে চলাফেরা করার নিরাপত্তা পর্যন্ত নেই।

বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আরো উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটি ও জাতীয় কমিটির সদস্য সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা

মাহমুদুর রহমান মান্না

এ সময় সাভার স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, মুক্তিযুদ্ধের লক্ষ্য থেকে বাংলাদেশ পথভ্রষ্ট হয়েছে। এ দেশে এখন রাতে ভোট হয়। ব্যাংক ডাকাতি, শেয়ারবাজার লুটসহ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। আমরা এমন বাংলাদেশের জন্য ১৯৭১ সালে যুদ্ধ করিনি।

তিনি আরও বলেন, যে মুক্তির জন্য আমরা ৭১ সালে লড়াই করেছিলাম, সেই মুক্তি আমরা পাইনি। সত্যিকার অর্থে আমরা মুক্তিযুদ্ধের চেতনার ধারে কাছেও নেই; পুরোপুরি পথভ্রষ্ট হয়েছি।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৬   

 

ট্যাগ