যৌন হয়রানির অভিযোগ করার শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যার চেষ্টা
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৬ এপ্রিল শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- আবেদন করলে খালেদা জিয়ার প্যারোলে মুক্তি বিবেচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
- পরীক্ষাকেন্দ্রে ছাত্রীর গায়ে আগুন দিল দুর্বৃত্তরা-দৈনিক প্রথম আলো
- যৌন হয়রানির অভিযোগ করার শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যার চেষ্টা -দৈনিক ইত্তেফাক
- ‘ভবনটি অগ্নি ঝুঁকিপূর্ণ’, ঢাকার ৩৯ ভবনে ব্যানার টাঙিয়েছে ফায়ার সার্ভিস-দৈনিক মানবজমিন
- ২০ দলীয় জোট ও ঐকফ্রন্টের মধ্যে বিভেদ নেই : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ‘মোদীজি কি সেনা’ মন্তব্যের জের, যোগী আদিত্যনাথকে সতর্ক করল নির্বাচন কমিশন-দৈনিক আনন্দবাজার
- বিজেপিতে ওয়ান ম্যান শো চলছে’, কংগ্রেসের হাত ধরেই মোদিকে আক্রমণ শত্রুঘ্নর-দৈনিক সংবাদ প্রতিদিন
- ‘দড়ি–কলসি দেব, রাজনৈতিক জলে ডুবে মরুক বিজেপি’, বারোবিশায় মন্তব্য মমতার-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ‘অগ্নি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে ঢাকার ৩৯টি ভবনসহ দেশের বহু ভবনে ব্যানার টাঙিয়েছে ফায়ার সার্ভিস। এই উদ্যোগকে আপনি কীভাবে দেখছেন?
২. তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। কেন তার এই অভিযোগ? বাস্তবে কী ঘটছে?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
আবেদন করলে খালেদা জিয়ার প্যারোলে মুক্তি বিবেচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর

সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাদ এলাকায় একটি নৌ থানার ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা ভালো।তারপরও বিএনপি যদি তার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির আবেদন করে, সেটি যদি যৌক্তিক মনে হয় তবে বিষয়টি সরকার ভেবে দেখবে।
প্রসঙ্গত, দুর্নীতির দুই মামলায় গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।খালেদা জিয়া গুরুতর অসুস্থ দাবি করে তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি।গত সপ্তাহে খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।এরইমধ্যে খালেদা জিয়ার প্যারেলো মুক্তি নিয়ে বিদেশ যাওয়ার বিষয়টি আলোচনায় চলে আসে।
২০ দলীয় জোট ও ঐকফ্রন্টের মধ্যে বিভেদ নেই : মির্জা ফখরুল-দৈনিক নয়া দিগন্ত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ দলীয় জোট ও জাতীয় ঐকফ্রন্টের মধ্যে কোন বিভেদ নেই। যে উদ্দেশে গঠিত হয়েছিল সে লক্ষ্যে আমরা এখনো অবিচল রয়েছি।
আজ শনিবার দুপুরে পুরানা পল্টনে একটি মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির চতুর্থ কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু সরকার নিয়ন্ত্রিত বঙ্গবন্ধু হাসপাতালে সেটা সম্ভব নয়। খালেদা জিয়াকে তার পছন্দমত হাসপাতালে চিকিৎসা নেয়ার সুযোগ দিতে হবে।
তিনি আরো বলেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা বন্দুকের নলের জোরে ক্ষমতায় রয়েছে। সব রাষ্ট্রযন্ত্র করায়ত্ব করে জোর করে ক্ষমতা ধরে রেখেছে। কিন্ত এভাবে তারা বেশিদিন টিকে থাকতে পারবেনা।
সরকার দেশকে বিরাজনীতিকরণ করেছে অভিযোগ করে তিনি বলেন, ১/১১ এর আগে থেকেই এ ষড়যন্ত্র শুরু হয়। তখন মাইনাস টু ফর্মুলা আনা হয়েছিল, মাঝে বিরতির পর আবার নতুনরূপে সেটা আনা হয়েছে।
সরকার প্রধান অবলীলায়-পরীক্ষাকেন্দ্রে ছাত্রীর গায়ে আগুন দিল দুর্বৃত্তরা-দৈনিক প্রথম আলো

ফেনীর সোনাগাজীতে আলিম পরীক্ষার কেন্দ্রের ভেতরে এক ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম নুসরাত জাহান ওরফে রাফি (১৮)। আজ শনিবার সকালে পৌরশহরের সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ছাত্রীর ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, আজ সকালে আরবি প্রথমপত্র পরীক্ষা ছিল। তিনি বোনকে নিয়ে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান। ওই সময় কয়েকজন ছাত্র ও অফিস সহকারী মো. মোস্তফা তাঁকে মাদ্রাসায় ঢুকতে বাধা দেন। পরে তিনি বোনকে দিয়ে চলে যান।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ ওই ছাত্রীকে মাদ্রাসার নিজ কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন অধ্যক্ষ সিরাজ উদ দৌলা। ওই ঘটনায় দায়ের করা মামলায় অধ্যক্ষ এখনো কারাগারে আছেন। ঘটনার পর থেকে শিক্ষার্থীদের একটি অংশ অধ্যক্ষের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। আরেকটি অংশ অধ্যক্ষের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন।
বোনের বরাত দিয়ে নোমান বলেন, মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার পক্ষের কয়েকজন শিক্ষার্থী নুসরাতকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে যান। তাঁরা অধ্যক্ষের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে তাঁকে চাপ দেন। এ সময় তিনি কিছু না বলায় তিনজন শিক্ষার্থী তাঁর হাত ধরে, একজন তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যান। তাঁর চিৎকারে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আবু তাহের প্রথম আলোকে বলেন, ছাত্রীর শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মাদ্রাসার কোনো শিক্ষক-কর্মচারী কথা বলতে রাজি হননি। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ঘটনার সময় তিনি মাদ্রাসার অফিস কক্ষে প্রশ্নপত্র হলে পাঠানোর জন্য তৈরি করছিলেন। চিৎকার শুনে বেরিয়ে এসে অগ্নিদগ্ধ অবস্থায় এক পরীক্ষার্থীকে দেখতে পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
‘ভবনটি অগ্নি ঝুঁকিপূর্ণ’, ঢাকার ৩৯ ভবনে ব্যানার টাঙিয়েছে ফায়ার সার্ভিস-দৈনিক মানবজমিন

ঢাকার অগ্নি নিরাপত্তা ঝুঁকিতে থাকা সকল ভবন, মার্কেটগুলোকে চিহ্নিত অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। গত ১লা এপ্রিল থেকে এই ঘোষণা দৃশ্যমান করার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে ভবন মালিক ও সাধারণ জনগণকে সতর্ক করতে ঝুঁকিপূর্ণ ভবনে ব্যানার টাঙিয়ে দেয়া হয়েছে। ব্যানারে লেখা রয়েছে, ‘ভবনটি অগ্নি ঝুঁকিপূর্ণ’। ইতিমধ্যে ঢাকা মহানগরী ও আশেপাশ এলাকার ৩৯টি ভবনে এ ধরনের ব্যানার টাঙানো হয়েছে। এসব ব্যানার দেখে মানুষের সচেতনা বৃদ্ধি পাবে বলে আশা ফায়ার সার্ভিসের।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
‘মোদীজি কি সেনা’ মন্তব্যের জের, যোগী আদিত্যনাথকে সতর্ক করল নির্বাচন কমিশন-দৈনিক আনন্দবাজার

নির্বাচনী জনসভায় ভারতীয় সেনাকে ‘মোদীজি কি সেনা’ বলে মন্তব্য করায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কড়া ভাষায় সতর্ক করল নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ভবিষ্যতে এই ধরনের মন্তব্য করার আগে তাঁর সতর্ক থাকা উচিত বলেও আদিত্যনাথকে জানানো হয়েছে কমিশনের তরফে।
গত রবিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন যোগী আদিত্যনাথ। সেখানে তিনি বলেন, “কংগ্রেস জঙ্গিদের বিরিয়ানি পরিবেশন করে, সেখানে ‘মোদীজির সেনা’ জঙ্গিদের দিকে বুলেট আর বোমা ছোড়ে। কংগ্রেস আর মোদীজির মধ্যে ফারাক এটাই।’’ যোগী আদিত্যনাথের এই মন্তব্যের পরই ঝড় উঠেছিল দেশের রাজনৈতিক মহলে।
‘দড়ি–কলসি দেব, রাজনৈতিক জলে ডুবে মরুক বিজেপি’, বারোবিশায় মন্তব্য মমতার-দৈনিক আজকাল

‘বাংলায় শূন্য আসন পাবে বিজেপি। বাংলা জেতা এত সহজ নয়। বাঙালিদের তাড়ানো সহজ নয়। দড়ি কলসি দেব রাজনৈতিক জলে ডুবে মরুক ওরা।’ আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী দশরথ তিরকের হয়ে শনিবার বারোবিশায় নির্বাচনী জনসভায় গিয়ে একথাই বললেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি।
কেন্দ্রের আওতাধীন চা শিল্পের করুণ দশা নিয়ে মোদিকে ঠুকে মমতার কটাক্ষ, চাওয়ালা হলেও উত্তরবঙ্গের চা শিল্পের উত্থানের জন্য কোনও কাজ করেননি প্রধানমন্ত্রী। অথচ বন্ধ চা বাগান খোলার সবরকম চেষ্টা করেছে তাঁর সরকার।
বিজেপিতে ওয়ান ম্যান শো চলছে’, কংগ্রেসের হাত ধরেই মোদিকে আক্রমণ শত্রুঘ্নর-দৈনিক সংবাদ প্রতিদিন
অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কংগ্রেসে যোগ দিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা৷ আর রাহুল গান্ধীর দলে নাম লিখিয়েই নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করলেন তিনি৷ বললেন, ‘‘বিজেপিতে এখন ওয়ান ম্যান শো এবং টু ম্যান আর্মি চলছে৷ সব কাজই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে৷ বহু শীর্ষ নেতাকে সরানো হয়েছে৷ ধীরে ধীরে দলের গণতন্ত্র নষ্ট হচ্ছে এবং একটা ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে৷’’
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬