হজযাত্রীদের দুর্ভোগ কমাতে সৌদি ইমিগ্রেশনের কাজ বাংলাদেশেই
-
শেখ মোহাম্মদ আবদুল্লাহ
বাংলাদেশি হজযাত্রীদের দুর্ভোগ কমাতে চলতি বছর সৌদি ইমিগ্রেশনের কাজ এবার দেশে বসে সম্পন্ন করে যাত্রীরা বিমানে আরোহন করার সুযোগ পাবেন। সরকারের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আজ (সোমবার) রাজধানীর হজক্যাম্প পরিদর্শনে এসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজের সময় ফ্লাইট মিস বড় সমস্যা না, এর চেয়ে বড় সমস্যা জেদ্দায় ইমিগ্রেশন সম্প্ন্ন করা। এজন্য একজন হজযাত্রীকে ৮ থেকে ৯ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। সেখানে খাবার এবং টয়লেটের সমস্যায় পড়তে হয়।
বাংলাদেশ কর্তৃপক্ষ সমস্যাটি নিয়ে সৌদি সরকারকে একটা সুরাহা করার প্রস্তাব দেয়। সৌদি কর্তৃপক্ষ সে প্রস্তাবে সাড়া দিয়েছে। ইতোমধ্যে তারা সরেজমিনে সার্ভে করেছে এবং এ কাজে একটি এজেন্সিকে দায়িত্বও প্রদান করেছে।
নতুন ব্যবস্থাপনায় আগামী মাসে শুরু হতে যাওয়া হজযাত্রায় বাংলাদেশে বসেই হজযাত্রীরা সৌদি ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন বলে জানান মন্ত্রী।
আজ হজক্যাম্প পরিদর্শনে এসে ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন, হজ ফ্লাইটের আগেই হজক্যাম্পে মসজিদের শীতাতপ নিয়ন্ত্রণের কাজ এবং ১৪টি ডর্মিটরিতে এয়ারকুলার স্থাপনের কাজ শেষ হবে।
তিনি আরো জানান, অসাধু উপায় অবলম্বনের কারণে প্রতি বছর এজেন্সিগুলোকে শাস্তি দেওয়া হয়, যারা পরবর্তীতে হজ কার্যক্রমে অংশ নিতে পারেন না। গত বছরে শাস্তি পাওয়া এজেন্সিগুলো এখনও আসতে পারেনি, বাকি সময়ের মধ্যে তাদের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না।
ঊল্লেখ্য, এ বছর (১৪৪০ হিজরি সালে) হজে যাবার জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন নিবন্ধন লাভ করেছেন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি যাত্রীরা অন্য এয়ারলাইন্সে যাবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, তারা ৪ জুলাই থেকে এ বছরের হজ ফ্লাইট পরিচালনা শুরু করবে। এক মাস ২ দিনে ১৫৭টি ডেডিকেটেড ও ৩২টি শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান। হজ-পূর্ব ফ্লাইট শেষ হবে ৫ আগস্ট। ফিরতি হজ ফ্লাইট ১৭ আগস্ট থেকে শুরু হয় শেষ হবে ১৪ সেপ্টেম্বর।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।