সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর: কারাগারে প্রেরণ
(last modified Mon, 17 Jun 2019 11:08:40 GMT )
জুন ১৭, ২০১৯ ১৭:০৮ Asia/Dhaka
  • সোনাগাজীর সাবেক ওসি মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর: কারাগারে প্রেরণ

বাংলাদেশের ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আজ (সোমবার) দুপুর সোয়া ২টার দিকে মোয়াজ্জেমকে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালত আদালতে হাজির করা হয়। এ সময় তার পক্ষে আদালতে জামিনের আবেদন করা হলে রাষ্ট্রপক্ষ থেকেও তার বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতরাতে এক টিভি সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ধারণ ও তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনার পাশাপাশি তাকে আগুন দেওয়ার ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের তদন্ত শেষে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেওয়া হবে।

মোয়াজ্জেমের গ্রেপ্তার হবার প্রতিক্রিয়ায় নুসরাতের পরিবার ন্যায্য বিচার পাবার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।

মামলার আইনজীবী জানিয়েছেন, নুসরাতের জবানবন্দীর ভিডিও প্রচার করে ওসি মোয়াজ্জেম এ ঘটনাটিকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিল, তাই তাকেও হত্যা মামলায় আন্তর্ভূক্ত করার জন্য আদালতে দরখাস্ত করা হবে। আগামী ২০ জুন এ সংক্রান্ত শুনানির দিন ধার্য করা আছে।

নুসরাত জাহান রাফি

উল্লেখ্য, ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহানকে গত ৬ এপ্রিল পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় নুসরাতের।

এর আগে নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের অভিযোগে তার মা শিরিন আক্তার বাদী হয়ে গত ২৭ মার্চ সোনাগাজী থানায় স্থানীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর অধ্যক্ষকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের নামে নুসরাতের বক্তব্য ভিডিও রেকর্ড করেন ওসি মোয়াজ্জেম। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও দেন তিনি।

এ ঘটনায় ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে ১৫ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়।  ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ২৭ মে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।   

রোববার হাইকোর্টে জামিন নিতে গেলে আদালত এলাকা থেকে মোয়াজ্জেমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর আজ সকালে তাকে ফেনীর সোনাগাজী পুলিশের কাছে হস্তান্তর করা হয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ