ঢাবি'র সিনেট থেকে অব্যাহতি চেয়ে ভিসিকে শোভনের চিঠি
(last modified Mon, 16 Sep 2019 14:34:31 GMT )
সেপ্টেম্বর ১৬, ২০১৯ ২০:৩৪ Asia/Dhaka
  • রেজওয়ানুল হক চৌধুরী শোভন
    রেজওয়ানুল হক চৌধুরী শোভন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট থেকে অব্যাহতি চেয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আখতারুজ্জামানের কাছে চিঠি দিয়েছেন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

আজ (সোমবার) বিকেল ৪টায় তার পক্ষে উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন ছাত্রলীগের দপ্তর সম্পাদক আহসান হাবিব ও ডাকসু সদস্য রফিকুল ইসলাম সবুজ।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন: 'আমি পদত্যাগপত্র পেয়েছি। রেজওয়ানুল হক চৌধুরী শোভন সিনেট সদস্য পদ থেকে অব্যাহতি চেয়েছে। এ বিষয়ে পরবর্তীতে বিধিবিধান দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।'

ভিসি’র কাছে দেয়া পদত্যাগপত্রে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে অব্যাহতি চেয়েছেন শোভন।

গত ১৩ জুন ছাত্র প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য মনোনীত হন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। এছাড়াও ডাকসু ভিপি নুরুল হক নূর, জিএস গোলাম রাব্বানী, ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং ডাকসু সদস্য তিলোত্তমা শিকদার ওই সময় সিনেট সদস্য মনোনীত হন।

এদের মধ্যে শোভন-সঞ্জিত ডাকসু ভোটে নির্বাচিত না হলেও ডাকসুর ২৫ জন সদস্য ও সম্পাদক মিলে তাদেরকে ডাকসুর পক্ষ থেকে সিনেট সদস্য বানানোর জন্য ভিসি বরাবর আবেদন করলে তা মঞ্জুর করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প থেকে কমিশন দাবি, ছাত্রলীগের কমিটিতে বিতর্কিতদের স্থান দেয়া, দেরি করে ঘুম থেকে ওঠার কারণে মন্ত্রীদের উপস্থিতিতেও সময়মতো কর্মসূচিতে উপস্থিত না হওয়া, ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক লেনদেনের অভিযোগে গত শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে অপসারণ করা হয়। এরপর থেকেই নৈতিক স্খলনের দায়ে ডাকসু ও সিনেট থেকে শোভন-রাব্বানীর অপসারণ চেয়ে আসছে বিভিন্ন ছাত্র সংগঠন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মনোনীত শিক্ষার্থীদের পাঁচজন প্রতিনিধি সিনেটের সদস্য। ডাকসুতে নির্বাচিতদের মধ্যে সিনেট সদস্য হয়েছেন তিন জন। তারা হলেন সহসভাপতি (ভিপি) নুরুল হক, সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী ও সদস্য তিলোত্তমা শিকদার। এদের বাইরে তৎকালীন ছাত্রলীগ সভাপতি শোভন ও সংগঠনটির ঢাবি শাখা সভাপতি সনজিত চন্দ্র দাসকেও সিনেটের সদস্য করা হয়। ডাকসুতে আলোচনা না করেই অনির্বাচিত এই দুজনকে সিনেটে ছাত্র প্রতিনিধি করায় তখন ক্ষোভ প্রকাশ করেছিলেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন