আওয়ামী লীগে জঞ্জাল পরিষ্কারের প্রক্রিয়া চলছে: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i75451-আওয়ামী_লীগে_জঞ্জাল_পরিষ্কারের_প্রক্রিয়া_চলছে_ওবায়দুল_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগে যুক্ত হওয়া দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, "দীর্ঘদিনের যে জঞ্জাল, আগাছা পরগাছা পরিষ্কারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঢাকায় আমরা পাঁচটি সহযোগী সংগঠনের সম্মেলন করেছি। সেগুলোতে ক্লিন ইমেজের নেতৃত্ব দিয়েছি। ৭০টির মতো জেলা উপজেলায় সম্মেলনের মাধ্যমে আমরা ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দিচ্ছি।"
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ২৪, ২০১৯ ১৭:৪০ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগে যুক্ত হওয়া দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, "দীর্ঘদিনের যে জঞ্জাল, আগাছা পরগাছা পরিষ্কারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ঢাকায় আমরা পাঁচটি সহযোগী সংগঠনের সম্মেলন করেছি। সেগুলোতে ক্লিন ইমেজের নেতৃত্ব দিয়েছি। ৭০টির মতো জেলা উপজেলায় সম্মেলনের মাধ্যমে আমরা ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দিচ্ছি।"

আজ (রোববার) রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস ডিপোতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের বাস হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে তিনি বলেন, দেশজুড়ে অনুপ্রবেশকারীর মধ্যে যারা বিতর্কিত ও সাম্প্রদায়িক ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট, তাদের তালিকা পার্টির সভাপতি শেখ হাসিনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দিয়েছেন। এছাড়া যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তা আমরা তদন্ত করে দেখবো। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার আওয়ামী লীগে থাকার কোনো অধিকার থাকবে না।

বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি এমন একটা দল, যারা সব বিষয়ে, সবক্ষেত্রেই ব্যর্থ। তারা একটা আন্দোলনও করতে পারেনি। দলের চেয়ারম্যান এতদিন জেলে থাকলেও চোখে পড়ার মতো একটি মিছিলও তারা করতে পারেনি। আর ব্যর্থ হয়ে বিএনপি নেতারা বিদেশিদের কাছে নালিশ করছে। তারা একটা নালিশনির্ভর দলে পরিণত হয়েছে। এখন তারা নেতাকর্মীদের চাঙা করার জন্য সরকারবিরোধী লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন।

যুবলীগের নতুন নেতৃত্ব সম্পর্কে তিনি বলেন, যুবলীগের নতুন চেয়ারম্যান ফজলে শামস পরশ হলেন শহীদ শেখ ফজলুল হক মনির রক্তের উত্তরাধিকার। জেনারেল সেক্রেটারি পদেও আমরা স্পটলেস একজনকে নির্বাচিত করেছি। তারা ইতিবাচক ভূমিকা পালন করবে। যুবলীগের সর্বোচ্চ ক্লিন ইমেজকে ফিরিয়ে আনবে। সেটাই আমরা প্রত্যাশা করছি।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।