বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ; আখেরি মুনাজাতে মুসলিম উম্মাহার শান্তি কামনা
(last modified Sun, 12 Jan 2020 09:59:00 GMT )
জানুয়ারি ১২, ২০২০ ১৫:৫৯ Asia/Dhaka
  • বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ
    বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ

বাংলাদেশ শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথমপর্ব। টঙ্গীর তুরাগ তীরে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তিনদিনের এ ধর্মীয় আয়োজন। মুনাজাতে দুনিয়ার শান্তি, পরকালের নাজাত এবং দেশ-জাতি ও বিশ্ব মুসলিম সম্প্রদায়ের সুখ-শান্তি-ঐক্য ও সমৃদ্ধি কামনা করেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষ।

রাজধানীর কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা যোবায়ের আহমেদ মোনাজাত পরিচালনা করেন। বেলা ১১টা ৭ মিনিট থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত চলা মোনাজাতে লাখো মুসল্লি আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান ছাড়িয়ে পুরো টঙ্গী এলাকা। টেলিভিশন ও বেতারের সামনেও মুনাজাতে অংশ নেন অনেকে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বিশ্ব ইজতেমার প্রথমপর্বের আখেরি মোনাজাতে অংশ নেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

আখেরি মোনাজাত উপলক্ষে ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে জয়দেবপুর চৌরাস্তা, গাজীপুরের মীরের বাজার থেকে টঙ্গী ও আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কের, আবদুল্লাহপুর থেকে বাইপাস পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। ব্যবস্থা করা হয় ১৬টি বিশেষ ট্রেন সার্ভিসের।

কনকনে শীত, ঘন কুয়াশা আর হিমেল বাতাস উপেক্ষা করে তিনদিন ধরে তুরাগ তীরে ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসলমানরা। এছাড়া আখেরি মুনাজাতে অংশ নিতে ভোরের আলো ফোঁটার আগেই আরও মানুষের ঢল নামে তুরাগতীরে।

গত বছরের মতো এবারও দুভাগে ভাগ হয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্বের ইজতেমায় নেতৃত্ব দেন মাওলানা যোবায়ের আহমেদের অনুসারীরা। কঠোর নিরাপত্তায় শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথমপর্ব।

চারদিন বিরতি দিয়ে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সাদপন্থীদের এ ইজতেমা শেষ হবে ১৯ জানুয়ারি। দ্বিতীয়পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সা’দ কান্দলভি।

এদিকে, আখেরি মোনাজাত শেষে ২০২১ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করে মাওলানা যোবায়েরপন্থী অংশ। ২০২১ সালের ৮, ৯ ও ১০ জানুয়ারি প্রথম দফা এবং ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি দ্বিতীয় দফার ইজতেমা অনুষ্ঠিত হবে।#

পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/১২

 

ট্যাগ