করোনা পরিস্থিতি স্বাভাবিক- কাদের, আশকোনায় ইতালিফেরত বাংলাদেশিদের বিক্ষোভ
(last modified Sat, 14 Mar 2020 11:48:54 GMT )
মার্চ ১৪, ২০২০ ১৭:৪৮ Asia/Dhaka
  • আশকোনা হজ ক্যাম্পে ইতালিফেরত বাংলাদেশিদের বিক্ষোভ
    আশকোনা হজ ক্যাম্পে ইতালিফেরত বাংলাদেশিদের বিক্ষোভ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক পর্যায় রয়েছে এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করাসহ সরকার অন্যান্য পদক্ষেপ হবে।

আজ (শনিবার) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।

ওবায়দুল কাদের

অন্যদিকে, আজ (শনিবার) বেলা দুইটার দিকে রাজধানীতে আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে থাকা ইতালিফেরত লোকজন এবং বাইরে অপেক্ষমান তাঁদের পরিবারের সদস্যরা বিক্ষোভ করেছে। এ সময় একপর্যায়ে হজ ক্যাম্প থেকে ইতালিফেরত লোকজন বেরিয়ে যাওয়ারও চেষ্টা করেন। বিক্ষোভস্থলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কথা-কাটাকাটি থেকে হট্টগোলের ঘটনা ঘটেছে।

ইতালিফেরত বাংলাদেশিরা অভিযোগ করেন, তাঁদের রোমে পরীক্ষা করা হয়েছে, দুবাইয়ে আরেক দফায় পরীক্ষা করা হয়েছে। কিন্তু সেখানে করোনাভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি। ঢাকায় আসার পর হজ ক্যাম্পে আটকে রেখে তাঁদের নিয়ে কী করতে চায়, কর্তৃপক্ষ তা বলছে না। শুধু পানি ছাড়া তাঁরা কোনো খাবার পাচ্ছেন না। তাদের সাথে শিশুরা আছে। কিন্তু কোনো খাবার পাওয়া যাচ্ছে না। তাঁরা আরও জানান, তাঁরা নিজেদের বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে চান।

উল্লেখ্য, ইতালি ফেরত ১৪২ জন বাংলাদেশিকে আশকোনা হাজি ক্যাম্পে নিয়ে আসার পর তাঁরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন।

জাহিদ মালেক

এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ইতালিফেরত বাংলাদেশিদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত নন। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদের মধ্যে সংক্রমণের কোনো ঝুঁকি দেখা না গেলে হোম কোয়ারেন্টিনে রাখা হবে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “১৪২ জন সেখানে এসেছে, তাদের জিজ্ঞাসাবাদ করে জেনেছি কোথা থেকে এসেছে।

“অনেকে হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছে। আজ বিকালে আরও ৩৪ জন আসবে। আগামীকাল ১৫৫ জন আসার কথা শুনেছি।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ইতালিতে যেহেতু বেশি ছড়িয়েছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেখান থেকে যারাই আসবে তারা কোয়ারেন্টিনে থাকবে। প্রথমে তারা বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবে, পরে হোম কোয়ারেন্টিনে থাকবে।”

ইতালি থেকে আরও বাংলাদেশি আসছে বলে দেশে সংক্রমণের ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ