ইতালিফেরত আরও ১৫২ বাংলাদেশি আশকোনা হজ ক্যাম্পে, ৫৯ জন কোয়ারেন্টাইনে
(last modified Sun, 15 Mar 2020 06:51:43 GMT )
মার্চ ১৫, ২০২০ ১২:৫১ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ইতালি থেকে দেশে ফেরা ১৫২ জন বাংলাদেশিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে পাঠানো হয়েছে।

আজ (রোববার) সকাল সোয়া ৮টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখান থেকে সকাল সাড়ে ৯টার দিকে তাদের আশকোনা হজক্যাম্পে নিয়ে যাওয়া হয় বলে বিমানবন্দর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. শাহারিয়ার সাজ্জাদ জানান।

তিনি জানান, “প্রাথমিকভাবে কারও মধ্যে নভেল করোনাভাইরাসের লক্ষণ দেখা যায়নি। এখানে সবার শরীরের তাপমাত্রা স্বাভাবিক ছিল। আশকোনায় আবার পরীক্ষা করা হবে।”

হজক্যাম্পে জায়গা কম হওয়ায় ইতালিফেরত এই প্রবাসীদের একটি অংশকে গাজীপুরের পূবাইলে ‘মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’ নিয়ে যাওয়া হবে কোয়ারেন্টিনে রাখার জন্য।

আশকোনা হজ ক্যাম্পে ইতালিফেরত বাংলাদেশিদের বিক্ষোভ

এর আগে শনিবার সকালে ইতালি থেকে ফেরেন আরও ১৪২ জন বাংলাদেশি। এরপর বেলা দুইটার দিকে হজ ক্যাম্পে থাকা ইতালিফেরত লোকজন এবং বাইরে অপেক্ষমান তাঁদের পরিবারের সদস্যরা বিক্ষোভ করেছেন। এ সময় একপর্যায়ে হজ ক্যাম্প থেকে ইতালিফেরত লোকজন বেরিয়ে যাওয়ারও চেষ্টা করেন। বিক্ষোভস্থলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কথা-কাটাকাটি থেকে হট্টগোলের ঘটনা ঘটেছে।

পরে রাতে আরও দুটি ফ্লাইটে ৩১ জন এবং ৫৯ জন ফেরেন ইতালি থেকে। ওই ৫৯ জনকে শনিবার রাত সাড়ে ১১টার পর আশকোনা হজ ক্যাম্প থেকে গাজীপুরে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গাজীপুর মহানগরীর মেঘডুবিতে অবস্থিত ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টাইনে এসব ইতালি ফেরত ব্যক্তিদের রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের লোকজন এসে তাদের পরীক্ষা-নিরীক্ষা করবেন। এই ৫৯ জনের শরীরে করোনার লক্ষণ না পাওয়া গেলে পরে তাদের নিজ বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে।

বাংলাদেশে এ পর্যন্ত যে পাঁচজনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, তাদের মধ্যে তিনজন ইতালি থেকে এবং একজন জার্মানি থেকে ফিরেছেন সম্প্রতি। ইতালিফেরত এক প্রবাসীর মাধ্যমে আক্রান্ত হয়েছেন তার পরিবারের এক নারী সদস্য।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ