৪ দেশ ছাড়া বাংলাদেশ থেকে আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট বাতিল
https://parstoday.ir/bn/news/bangladesh-i78452-৪_দেশ_ছাড়া_বাংলাদেশ_থেকে_আন্তর্জাতিক_সব_রুটে_ফ্লাইট_বাতিল
আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতসহ ১০টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করেছে বাংলাদেশ। দেশগুলো হচ্ছে- ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুর। নিষেধাজ্ঞার বাইরে রয়েছে চীন, ব্রিটেন, হংকং ও থাইল্যান্ড। 
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
মার্চ ২১, ২০২০ ১০:৪৮ Asia/Dhaka
  • ৪ দেশ ছাড়া বাংলাদেশ থেকে আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট বাতিল

আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতসহ ১০টি দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করেছে বাংলাদেশ। দেশগুলো হচ্ছে- ভারত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান ও সিঙ্গাপুর। নিষেধাজ্ঞার বাইরে রয়েছে চীন, ব্রিটেন, হংকং ও থাইল্যান্ড। 

সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে আজ (শনিবার) রাত ১২টা থেকে ইংল্যান্ড, চীন, হংকং, ব্যাংকক ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ হয়ে যাবে। ৩১ মার্চ পর্যন্ত এই চলাচল বন্ধ থাকবে।

এরআগে গতকাল (শুক্রবার) করোনাভাইরাসের কারণে থাইল্যান্ডের ব্যাংককেও ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এছাড়া গত বৃহস্পতিবার আরব আমিরাত ও সিঙ্গাপুরে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে বিশ্বের ১৮টি রুটে ফ্লাইট পরিচালনা করত। এসব রুটে বিমানের সাপ্তাহিক ফ্লাইট ছিল ২১৮টি। করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়ায় বিমান-এর ১৮টি রুটের মধ্যে ১৫টি স্থগিত ঘোষণা করেছে। এখন শুধুমাত্র ব্রিটেনের লন্ডন ও ম্যানচেস্টার শহরে বিমান ফ্লাইট পরিচালনা করছে।

বিমান সূত্র জানিয়েছে, গত দেড় মাসে জাতীয় সংস্থাটি প্রায় ৩০০ কোটি টাকা লোকসান দিয়েছে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।