বকেয়া বেতনের দাবিতে ঢাকা ও চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
(last modified Wed, 15 Apr 2020 10:12:44 GMT )
এপ্রিল ১৫, ২০২০ ১৬:১২ Asia/Dhaka
  • বকেয়া বেতনের দাবিতে ঢাকা ও চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

করোনা সংকটের মাঝে বকেয়া বেতনের দাবিতে আজকেও ঢাকা ও চট্টগ্রামে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

আজ (বুধবার) রাজধানীর কল্যাণপুর, মহাখালী ও বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। মার্চ মাসের বেতনের পরিশোধের দাবিতে তারা আজ বিক্ষোভ করেন।

বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা জানান, করোনা সংকটের মধ্যে বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে তাদের মানবেতর জীবন কাটাতে হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলেও, বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমেছেন তারা।

বুধবার সকাল ৮ টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় শমসের রিজিয়া ফ্যাশন লিমিটিডের সামনের সড়কে শ্রমিকরা সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানিয়েছে তাদের বেতন-ভাতা পরিশোধ না করেই গত  ২৫ মার্চ শ্রমিকদের ছুটি দিয়ে গার্মেন্ট বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ।

এদিকে মালিক পক্ষ বলছে, ২৫ এপ্রিল সাধারণ ছুটি শেষ হলে গার্মেন্ট খোলার পরদিনই বেতন দেয়া হবে। তবে মালিক পক্ষের আশ্বাসে ভরসা পাচ্ছে না শ্রমিকরা। পর স্থানীয় কমিশনার মাসুম গনির আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন।

এদিকে, একই দাবিতে কল্যাণপুর, মহাখালীসহ আরো কয়েকটি এলাকায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। কচুক্ষেত এলাকার চিটগাং ফ্যাসন নামের গার্মেন্টসের শ্রমিকরা তাদের পাওনার দাবিতে আজ সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে মালিক পক্ষ সেখানে এসে বেতন পরিশোধের আশ্বাস দেয়।

এর আগে গতকাল রাজধানীর উত্তরা ও টঙ্গীতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেন।  টঙ্গীর বিসিক এলাকার আলাউদ্দিন অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড পোশাক কারখানার কয়েকশ শ্রমিক কারখানার সামনে এ বিক্ষোভ প্রদর্শন করেন।

তাছাড়া, বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের আঁতুরার ডিপো এবং গাজীপুরের বোর্ড বাজার ও ছয়দানা এলাকাতেও পোশাক শ্রমিকরা আজ বিক্ষোভ করেছেন। চট্টগ্রামে বিক্ষোভরত শ্রমিকদের ওপর পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। #  

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫

 

ট্যাগ