বেতন-ভাতার দাবিতে ঢাকা ও গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
(last modified Tue, 05 May 2020 11:21:36 GMT )
মে ০৫, ২০২০ ১৭:২১ Asia/Dhaka
  • বেতনের দাবিতে এবং শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ
    বেতনের দাবিতে এবং শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ

বাংলাদেশে পোশাক শ্রমিকদের বকেয়া বেতন-ভাতার দাবিতে এবং শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে আজকেও রাজধানী ঢাকা, আশুলিয়া ও গাজীপুরে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

রাজধানীর রামপুরা থানা এলাকার মালিবাগে আবস্থিত পোশাক কারখানা আলেয়া ফ্যাশন–এর শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে আজ (মঙ্গলবার) সকাল থেকে  সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

শ্রমিকদের দাবি, প্রতিষ্ঠানটি তাদের তিন মাসের বেতন বকেয়া রেখেছে। এমনকি ঈদের সময়ও বেতন পরিশোধ করতে পারবে না বলে জানিয়েছে মালিকপক্ষ।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুদ্দুস ফকির জানিয়েছেন, ‘শ্রমিক ও মালিক পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।’

গাজীপুরে বিক্ষোভ

ওদিকে, বেতনের দাবিতে এবং শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সান চেরি বডি ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকালে উপজেলোর পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

কারখানার শ্রমিকরা জানিয়েছেন, করোনো সংকটের ফলে প্রায় এক মাস বন্ধের পর ২ মে থেকে কারখানা চালু হয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের পছন্দমতো কিছু লোক ডেকে নিয়ে কাজ শুরু করেন। আর অন্যদের চাকরি নেই বলে আজ সকালে কারখানায় ঢুকতে দিচ্ছিল না। এতে বিক্ষুব্ধ শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন।

এ ব্যাপারে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, এপ্রিল মাসের বেতন না দিয়ে তদের ছাঁটাই করা হচ্ছে-এমন খবরে শ্রমিকেরা মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।

পরে অনেক বুঝিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে যানবাহন চলাচল ফের শুরু হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। তিনি আরও বলেন, এরপর শ্রমিকেরা কারখানার পাশে অবস্থান নেন। পরে কারখানা কর্তৃপক্ষ কাউকে ছাঁটাই না করে এপ্রিলের বেতন ৭ মে দেওয়ার আশ্বাস দিলে তারা দুপুর ১২টার দিকে চলে যান।

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

আশুলিয়ায় বিক্ষোভ

লে-অফ ঘোষণা বাতিল ও বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার সামনে অবস্থান করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

মঙ্গলবার আশুলিয়ার নরসিংহপুর এলাকার সোনিয়া মার্কেট রোড এলাকার 'আদিয়াত অ্যাপারেলস লিমিটেড' কারখানার সামনে এ বিক্ষোভ করেন ৩ শতাধিক শ্রমিক। আন্দোলনের দুই ঘণ্টা পরে শিল্প পুলিশের আশ্বাসে শ্রমিকরা চলে যান।

শ্রমিকরা জানান, করোনা মহামারির কারণে বেতন পরিশোধ না করে গত ৩১ মার্চ নোটিশ টানিয়ে ৩১ মে পর্যন্ত কারখানা লে-অফ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে আবার গত ১২ এপ্রিল শ্রমিকদের মোবাইলে লে-অফ ঘোষণার খুদে বার্তা দেয় কারখানা কর্তৃপক্ষ। সর্বশেষ ২৪ ও ২৫ মার্চ মাসের বেতনের অর্ধেক টাকা শ্রমিকদের দেয় কারখানা কর্তৃপক্ষ। মার্চ মাসের বাকি অর্ধেক বেতন ও এপ্রিলের বেতনের দাবিতে আজ কারখানার সামনে অবস্থান করে তারা।

এ ব্যাপারে কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তামিম আহমেদ জানান, আমরা যখন কারখানা লে-অফ ঘোষণা করেছি তখন অনেক কারখানাই করেছে। আর হঠাৎ করেই লে-অফ বাতিল ঘোষণা করা হবে তা তো আমরা জানতাম না। এখন তো কারখানায় কাজ নেই। এখন আমরা নিজেরা বিপদে থেকেও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করছি। যাদের বাকি আছে তাদেরও পরিশোধ করা হবে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ