২০ মে'র মধ্যে ঈদ বোনাস ও বেতন-ভাতার দাবিতে গার্মেন্ট শ্রমিকদের মানববন্ধন
(last modified Sat, 16 May 2020 12:25:33 GMT )
মে ১৬, ২০২০ ১৮:২৫ Asia/Dhaka

বাংলাদেশের পোশাক শ্রমিকদের সকল বকেয়া বেতন ও শতভাগ ঈদ বোনাস ২৫ রোজার মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে পোশাক শ্রমিকদের বিভিন্ন সংগঠন। এই দাবি আদায়ের লক্ষ্যে আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সাভার-আশুলিয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রামসহ প্রতিটি পোশাক শিল্পাঞ্চলের শ্রমিকরা প্রতীকী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ ছাড়াও সাধারণ ছুটি ও করোনা দুর্যোগের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে বে-আইনি শ্রমিক ছাঁটাই বন্ধ, ছাঁটাইকৃত  শ্রমিকদের পুনর্বহাল এবং আইন ও প্রতিশ্রুতি ভঙ্গকারী মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকদের প্রাপ্য পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। 

একই সাথে করোনা সংক্রমিত শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ও সুচিকিৎসা, করোনায় মৃত্যুজনিত কারণে ক্ষতিপূরণ ও অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের রেশন প্রদানের দাবি জানান তারা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রিপক্ষীয় বৈঠক

এদিকে পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে আজ অপরাহ্নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রমিক, মালিক ও সরকার পক্ষ এক সমঝোতা বৈঠক করেছে। বৈঠকে অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক-কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি রেডিও তেহরানকে জানিয়েছেন, আজকের ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ঈদের আগেই এ মাসের বেতন পরিশোধ করা হবে। ঈদ-বোনাসের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, মালিকরা তাদের সামর্থ আনুযায়ী বোনাস দেবে। তবে, সেক্ষেত্রে বোনাসের পরিমাণ মূল বেতনের ৫০ ভাগের কম হতে পারবে না। 

এর আগে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে শ্রমিক নেতৃবৃন্দ  বিভিন্ন স্থানে বকেয়া মজুরি পরিশোধের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জানান।  এ সময় বক্তারা বলেন, অভুক্ত শ্রমিকের ওপর লাঠি-গুলি-টিয়ার গ্যাস চালিয়ে তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে অপরাধ প্রবণতাকে উৎসাহিত করা হচ্ছে। 

এ সময় শ্রমিক নির্যাতন বন্ধ করে বেতনখেলাফি মালিকদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকের পাওনা পরিশোধের ব্যবস্থা করে ন্যায় প্রতিষ্ঠার দাবি জানান তাঁরা।

এ ছাড়া, আজ সকালে আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন সাভার ও আশুলিয়ার অন্তত ২৫টি শ্রমিক সংগঠনের নেতা ও সাধারণ শ্রমিকরা । 

শ্রমিক নেতৃবৃন্দ শিল্প এলাকায় বসবাসরত শ্রমিকদের বাড়ি ভাড়া ৪০ শতাংশ কমিয়ে রাখার জন্য স্থানীয় বাড়ি মালিকদের প্রতি আহ্বান জানান। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও বাড়িওয়ালাসহ ত্রি-পাক্ষিক সিদ্ধান্তে বাড়িভাড়া ৪০ শতাংশ মওকুফ বাস্তবায়নের দাবি করেন তারা।

 

ধামরাইয়ে মিল শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও জলকামান ব্যবহার

ঢাকার ধামরাইয়ের বাথুলি সরকার ষ্টীল মিলসের কয়েকশ শ্রমিক ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে আজ শনিবার  ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। এসময় শিল্প পুলিশ তাদের মহাসড়ক থেকে সরাতে লাঠিচার্জের পর জলকামান ব্যবহার করেন। পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

ফরিদপুরে চিনিকল শ্রমিকদের অবস্থান ধর্মঘট

বকেয়া বেতন-ভাতার দাবিতে ফরিদপুর চিনিকলের প্রধান ফটকের সামনে শনিবার সকাল ৯টা থেকে এক ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিক ও কর্মচারীরা। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন ১৫ চিনিকলের শ্রমিক ও কর্মচারীরা গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। 

চিনি শিল্পকে টিকিয়ে রাখতে ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শ্রমিক নেতরা।
উল্লেখ, চলতি বছর ফরিদপুর চিনিকলে ৪ হাজার ৫৪৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদন হয়েছে। গত ১৬ এপ্রিল পর্যন্ত ৩ হাজার ৭৬ মেট্রিক টন চিনি অবিক্রিত ছিল, যার বাজার মূল্য ১৮ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা।

অন্যদিকে, এ চিনিকলের শ্রমিক ও কর্মচারীদের তিন মাসের বকেয়া বেতন-ভাতার পরিমাণ প্রায় ৫ কোটি টাকা।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ