১৬ জুন থেকে চালু হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট, চার্টার্ড ফ্লাইটে নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/bangladesh-i80602-১৬_জুন_থেকে_চালু_হচ্ছে_বিমানের_আন্তর্জাতিক_রুট_চার্টার্ড_ফ্লাইটে_নিষেধাজ্ঞা
প্রায় তিন মাস বন্ধ থাকার পর বাংলাদেশ আগামী ১৬ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। গত ২১ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১১, ২০২০ ১৮:৫৬ Asia/Dhaka

প্রায় তিন মাস বন্ধ থাকার পর বাংলাদেশ আগামী ১৬ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। গত ২১ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা আপাতত যুক্তরাজ্যের লন্ডন ও কাতারে ফ্লাইট পরিচালনা করব। তবে কাতারে আমাদের যাত্রী প্রবেশ করবে না। অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে আমরা বিমানবন্দরটি ব্যবহার করব। এছাড়া চীন-যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশ বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তাই সেসব দেশে আমরা সরাসরি কোন ফ্লাইট চালু করতে পারছি না।’

তিনি বলেন, ‘তবে কাতার এয়ারওয়েজকে যাত্রী বহনের অনুমতি দেওয়া হয়েছে। ইউরোপসহ যেসব গন্তব্যে বাংলাদেশিদের প্রবেশে বাধা নেই, বাংলাদেশিদের  সেসব দেশে  নিয়ে যেতে পারবে কাতার এয়ার ওয়েজ।

এর আগে গত ২১ মার্চ প্রথমে ১০টি দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দেয় বাংলাদেশ সিভিল এভিয়েশন। এরপর একের পর এক বিমান বন্ধের সময়সীমা বাড়ে। সর্বশেষ ২৮ মে বেবিচকের এক সিদ্ধান্তে ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়। তবে ২৮ মের সিদ্ধান্তে ১৫ জুন পর্যন্ত আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে প্রথম থেকেই চীনের বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। সেইসঙ্গে চালু রয়েছে চাটার্ড ফ্লাইট পরিচালনারও সুযোগ।

বিমানের চার্টার্ড ফ্লাইটে নিষেধাজ্ঞা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান। করোনাভাইরাসের নেগেটিভ সার্টিফিকেট নিয়েও চার বাংলাদেশির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান।

জানা গেছে, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইটে জাপান যান অনেক বাংলাদেশি। কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দেশটিতে প্রবেশ করেন তারা। কিন্তু জাপানে যাওয়ার পর চার বাংলাদেশির কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এ চার বাংলাদেশির হেলথ সার্টিফিকেটে বলা ছিল, তারা করোনায় আক্রান্ত নন এবং তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা নেই।

এ বিষয়ে রাষ্ট্রয়াত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম মোকাব্বির হোসেন বলেন, ‘জাপানে যাওয়া চারজন বাংলাদেশি কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। তারপরই সে দেশের কর্তৃপক্ষ বিমানের বিশেষ চার্টার্ড ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক বলেন, ‘কিছু যাত্রীর জালিয়াতির কারণে জাপান এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।’

উল্লেখ্য, জাপানের সিভিল অ্যাভিয়েশন ব্যুরো ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে কয়েকটি শর্তে চার্টার্ড ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছিল। তাদের শর্ত ছিল, চার্টার্ড ফ্লাইটের যাত্রীদের অবশ্যই হেলথ সার্টিফিকেট থাকতে হবে যাতে এটা নিশ্চিত হওয়া যায় যে তারা করোনায় আক্রান্ত নন। সেই সঙ্গে যাত্রীদে করোনা উপসর্গ  মুক্ত থাকতে হবে। ২৯ এপ্রিল থেকে বাংলাদেশ বিমান জাপান ও ঢাকার মধ্যে চারটি বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।