ঢাকার বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চ ২৬ ঘণ্টা পর উদ্ধার
https://parstoday.ir/bn/news/bangladesh-i81067-ঢাকার_বুড়িগঙ্গা_নদীতে_ডুবে_যাওয়া_যাত্রীবাহী_লঞ্চ_২৬_ঘণ্টা_পর_উদ্ধার
ঢাকার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ছোট লঞ্চ মর্নিং বার্ড গতকাল এক দুর্ঘটনায় ডুবে যাবার ২৬ ঘণ্টা পর লঞ্চটিকে উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ১১টার দিকে নদীর ৬০-৭০ ফুট গভীরে উল্টে থাকা লঞ্চটিকে এয়ার লিফটিং ব্যাগের সাহায্যে ভাসিয়ে তোলা হয়। পরে উদ্ধারকারী জাহাজ “দূরন্ত” লঞ্চটিকে টেনে তীরের কাছাকাছি নিয়ে আসে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ৩০, ২০২০ ১৫:৩৩ Asia/Dhaka
  • ঢাকার বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চ ২৬ ঘণ্টা পর উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ছোট লঞ্চ মর্নিং বার্ড গতকাল এক দুর্ঘটনায় ডুবে যাবার ২৬ ঘণ্টা পর লঞ্চটিকে উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার) সকাল ১১টার দিকে নদীর ৬০-৭০ ফুট গভীরে উল্টে থাকা লঞ্চটিকে এয়ার লিফটিং ব্যাগের সাহায্যে ভাসিয়ে তোলা হয়। পরে উদ্ধারকারী জাহাজ “দূরন্ত” লঞ্চটিকে টেনে তীরের কাছাকাছি নিয়ে আসে।

দুর্ঘটনা কবলিত লঞ্চটি থেকে আজ পর্যন্ত মোট ৩৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া লঞ্চডুবির প্রায় ১৩ ঘণ্টা পর গতরাতে ১০টার দিকে এক ব্যক্তিকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে। দ্রুত নিকটবর্তী স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নেওয়া হলে তার জ্ঞান ফিরে আসে। তাকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এর আগে সোমবার রাতভর তল্লাশির পর এক ঘণ্টা বিরতি দিয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আবারও তল্লাশি শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পাশাপাশি নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর কর্মীরাও এই অভিযানে অংশ নেন। উল্লেখ্য, সোমবার সকালে ''মর্নিং বার্ড' নামের একটি ছোট লঞ্চকে অপর  একটি বড় লঞ্চ  ময়ূর-২' ধাক্কা দিলে পঞ্চাশ অধিক যাত্রী নিয়ে মনিং বার্ড  ডুবে যায়।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে

হত্যা মামলা রুজু

এদিকে বেপরোয়া লঞ্চ চালিয়ে মানুষ হত্যা ও ধাক্কা দিয়ে লঞ্চ দুর্ঘটনা ঘটনানোর অভিযোগে সোমবার রাতে নৌ পুলিশের পক্ষ থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে আসামি করা হয়েছে  আঘাতকারী  লঞ্চ- “ময়ূর-২” এর ' মালিকসহ ৬ জনকে। ময়ূর-২ লঞ্চের সাবেক চালক জানিয়েছেন, লঞ্চটিতে আপাতত চালক নেই। মাস্টারের মাধ্যমে সেটি চলাচল করছিল। এ ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে গঠন করা হয়েছে আলাদা দুটি তদন্ত কমিটি।#

পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।