সিনহা হত্যাকাণ্ড ‘বিচ্ছিন্ন ঘটনা’: যৌথ সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান ও পুলিশের মহাপরিদর্শক
https://parstoday.ir/bn/news/bangladesh-i82040-সিনহা_হত্যাকাণ্ড_বিচ্ছিন্ন_ঘটনা’_যৌথ_সংবাদ_সম্মেলনে_সেনাবাহিনী_প্রধান_ও_পুলিশের_মহাপরিদর্শক
কক্সবাজারে গত শুক্রবার পুলিশের গুলিতে এজন সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনায় বাংলাদেশের সেনাবানী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ আজ বুধবার কক্সবাজারে যৌথ সংবাদ সম্মেলন করে, এ ঘটনাটিকে তারা একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ০৫, ২০২০ ১৬:৫৮ Asia/Dhaka
  • যৌথ সংবাদ সম্মেলনে সেনাবানী প্রধান ও পুলিশের মহাপরিদর্শক
    যৌথ সংবাদ সম্মেলনে সেনাবানী প্রধান ও পুলিশের মহাপরিদর্শক

কক্সবাজারে গত শুক্রবার পুলিশের গুলিতে এজন সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনায় বাংলাদেশের সেনাবানী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ আজ বুধবার কক্সবাজারে যৌথ সংবাদ সম্মেলন করে, এ ঘটনাটিকে তারা একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।

তবে,  বাংলাদেশে  এই  প্রথম সেনা প্রধান ও পুলিশের প্রধান একটি যৌথ সংবাদ সম্মেল  করে এরকম একটি পরিস্থিতি জনসমক্ষে  ব্যাখ্যা করেছেন।

কক্সবাজারের সেনাবাহিনীর বাংলো জলতরঙ্গে আয়োজিত আজকের যৌথ সংবাদ সম্মেলনে সেনাপ্রধান  জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। যে ঘটনা ঘটেছে, অবশ্যই সেনাবাহিনী ও পুলিশ বাহিনী মর্মাহত। আমি আপনাদের মাধ্যমে যে মেসেজ দিতে চাই, তা হলো এটাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই।’

সেনাপ্রধান আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে একটি ‘জয়েন্ট ইনকোয়ারি টিম’ (যৌথ তদন্ত দল) গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের মাকে ফোন করে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। তাঁর কথার ওপর সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর আস্থা আছে। যে যৌথ তদন্ত দল গঠিত রয়েছে, তার ওপরও দুটি বাহিনীই আস্থাশীল।

জেনারেল আজিজ বলেন, ‘আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরে—এমন কিছু হবে না।’ এ ঘটনা নিয়ে যেন সেনাবাহিনী ও পুলিশের ভেতর অনাকাঙ্ক্ষিত চিড় ধরানোর মতো ঘটনা না ঘটে, সে ব্যাপারে সতর্ক থাকারও অনুরোধ করেছেন তিনি।

পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ আধুনিক গণতান্ত্রিক দেশ। এখানে আইনের শাসন আছে। সংবাদমাধ্যম সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। বিচার বিভাগ মুক্ত। এ ঘটনা নিয়ে অনেকে উসকানিমূলক কথা বলার চেষ্টা করছেন। যারা উসকানি দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য সফল হবে না।

বেনজীর আহমেদ বলেন, সেনাবাহিনীর সঙ্গে তাঁদের পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও আস্থার সম্পর্ক। মেজর (অব.) সিনহার মৃত্যুতে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ব্যত্যয় হবে না। কমিটি প্রভাবমুক্ত পরিবেশে তদন্ত করবে। কমিটি যে সুপারিশ দেবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/রেজওয়ান হোসেন/৫