ময়মনসিংহে বাসের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ ৬ জন নিহত
(last modified Sat, 22 Aug 2020 05:06:05 GMT )
আগস্ট ২২, ২০২০ ১১:০৬ Asia/Dhaka
  • ময়মনসিংহে বাসের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ ৬ জন নিহত

বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নারী-শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। আজ (শনিবার) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ডিগ্রি কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, হালুয়াঘাট থেকে ঢাকা যাচ্ছিল ইমাম পরিবহনের দ্রুতগতির একটি বাস। সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কলেজগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ ছয়জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন শিশু, দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

ট্রাফিক পরিদর্শক আসাদুজ্জামান জানান, আজ সকালে যাত্রীবাহী একটি প্রাইভেটকার ভালুকা ডিগ্রি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটির ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা চালকসহ ছয়জন নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ভালুকা থানা, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে ভালুকা থানায় নিয়ে যান। নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ