বাংলাদেশে পিতৃহীন শিশুর অধিকার প্রতিষ্ঠায় মাঝরাতে আদালতের নির্দেশনা জারি: বিশেষজ্ঞের অভিমত
(last modified Sun, 04 Oct 2020 12:13:08 GMT )
অক্টোবর ০৪, ২০২০ ১৮:১৩ Asia/Dhaka
  • বাংলাদেশে হাইকোর্ট ভবন
    বাংলাদেশে হাইকোর্ট ভবন

বাংলাদেশের হাইকোর্ট শনিবার মধ্যরাতে টেলিভিশনে টকশো’তে আলোচনার মাধ্যমে অবগত হয়ে তাৎক্ষণিক নির্দশনা পাঠিয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল কে এস নবীর দুই নাতিকে তাদের ধানমন্ডিস্থ পৈত্রিক বাসভবনে নিরাপত্তার সাথে অবস্থানের নির্দেশ দেয়। স্থানীয় থানা পুলিশ রাতের মধ্যেই আদলতের হুকুম তামিল করেছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেলে শিশু অধিকার নিয়ে আয়োজিত এক আলোচনায় সদ্য পিতৃহীন দু’টি শিশুকে তাদের বাসায় ঢুকতে বাধা দান প্রসঙ্গ উত্থাপিত হলে  সংশ্লিষ্ট আলোচক এ্যাডভোকেট মনজিল মোরসেদ বিষয়টিকে শিশুর অধিকার লংঙ্ঘন বলে মত দেন।

এ প্রসংগে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ- এর সভাপতি এ্যাডভোকেট মনজিল মোরসেদ রেডিও তেহরানকে বলেন, একাত্তর জার্নাল নামে এ টেলিভিশন আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে অবগত হয়ে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের আদালত স্বতঃপ্রণোদিত হয়ে তাৎক্ষণিকভাবে রুল জারি করে ধানমণ্ডি থানাকে নির্দেশ দেন যেন, এখনি পিতার বাসায় শিশু দুটির থাকার ব্যবস্থা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।  

এডভোকেট মনজিল মোরসেদ জানান, এ রকম রাতের বেলা উচ্চ আদালতের কাছ থেকে নির্দশনা আসার বিষয়টি নতুন কোন ঘটনা নয়। এটা আদালতের এখতিয়ার। কোন জরুরি বিষয়ে তাৎক্ষণিকভাবে সমাধান দিতে এর আগেও এ রকম মাঝরাতের হাইকোর্টের রায় ঘোষণার দৃষ্টান্ত রয়েছে।

তিনি মনে করেন, এ নির্দশনার কারণে আদালতের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আদালতের কর্তৃত্বও দৃশ্যমান হবে।  

এ বিষয়ে গতরাতেই আদালতের নির্দেশ তামিল করে ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে জানান, আদালতের আদেশ প্রাপ্তির সাথে সাথে দুই শিশুকে রাত দেড়টার দিকে তাদের বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ। একই সাথে সেখানে তাদের মাকে নিয়ে নিরাপদে থাকার বৈধ অধিকারের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, সাবেক অ্যাটর্নি জেনারেল কেএস নবীর দুই ছেলে। বড় ছেলে কাজী রেহান নবী সুপ্রিম কোর্টের আইনজীবী। ছোটো ছেলে সিরাতুন নবী গত ১০ আগস্ট মারা যান। পরে সিরাতুন নবীর দুই ছেলে  ও তাদের মাকে  বাড়িতে ঢুকতে বেআইনী বাধা সৃষ্টি করে আইনজীবি চাচা কাজী  রেহান নবী। এ প্রেক্ষিতে গতরাতে হাইকোর্ট এমন নির্দেশনা জারি করেন।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ