বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ২০৯ জন আক্রান্ত হয়েছে।
এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৬৪৬ জনে। আর মোট শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ২৯৫ জন করোনা রোগী। আজ শনিবার বিকেলে করোনাভাইরাস প্রসংগে সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২ হাজার ২৯৮ জন।
করেনায় পজিটিভ তথ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি
সরকারের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর বেসরকারি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি বার্তা সংস্থা বাসস চিকিৎসকের বরাদ দিয়ে জানিয়েছেন, করোনায় আক্রান্ত হলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ বলেছেন, “করোনা উপসর্গ থাকায় শুক্রবার সন্ধ্যায় মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষার পর ফল পাওয়া যায় রাতে, তিনি কোভিড পজিটিভ শনাক্ত হয়েছেন”। এর আগে গত মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সিএমএইচ-এ ভর্তি হয়েছেন।
চট্টগ্রামে করোনা
ওদিকে, চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। একই সাথে সংক্রমণে গত ৪০ দিনে সর্বোচ্চ হার রেকর্ড হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বাসস’কে বলেছেন, গতকাল শুক্রবার চট্টগ্রামের সাতটি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৭৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন ৮২ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে শহরের বাসিন্দা ৭৫ জন এবং গ্রামের ৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ২০ হাজার ৫৫ জন। সংক্রমণের হার ১০ দশমিক ৯০ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্ট মতে, জেলায় মৃতের সংখ্যা ৩০১ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ২০৮ জন এবং গ্রামের ৯৩ জন। জেলায় প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে ৩ এপ্রিল।#
পার্সটুডে/আবদুর রহমান খান/বাবুল আখতার/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।