বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩২ জনের মৃত্যু
(last modified Mon, 21 Dec 2020 11:37:23 GMT )
ডিসেম্বর ২১, ২০২০ ১৭:৩৭ Asia/Dhaka
  • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩২ জনের মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৩১২ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৪৭০ জন। মোট শনাক্ত ৫ লাখ ২ হাজার ১৮৩ জনে দাঁড়িয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত একদিনে ২ হাজার ১৬৭ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

বিজ্ঞপ্তিতে  আরো জানানো হয়, ১৬০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪০৯ টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৬৬৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩০ লাখ ৯১ হাজার ৩৪৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৩৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।।

ভ্যাকসিন  আসছে জানুয়ারী-ফেব্রুয়ারীতে

জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসছে। প্রথম দফায় তিন কোটি ডোজ, পরে মে-জুনের মধ্যে আরও ছয় কোটি ডোজ ভ্যাকসিন আনা হবে।

আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ কালে এমনটাই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এ সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রীরা সচিবালয়ে বৈঠকে অংশ নেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, টিকা দিতে ইতিমধ্যে গ্রাম পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ শুরু হয়েছে। মূলত ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) এবং সরকারি হাসপাতালের মাধ্যমে টিকা দেয়া হবে। বেসরকারি হাসপাতালগুলোকে এ কার্যক্রমে সম্পৃক্ত করতে আলোচনা চলছে।

সচিব বলেন, আজকের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিন আমদানি ও প্রয়োগের বিষয়টি তুলে ধরেন। আগামী জুন মাসের মধ্যে সাড়ে চার কোটি মানুষ ভ্যাকসিন পাবে। বর্তমানে ইপিআই কার্যক্রম জোরদার করা হচ্ছে। যারা ভ্যাকসিন প্রয়োগ করবে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। দক্ষ লোক দিয়ে ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান / বাবুল আখতার/ ২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।