যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন: বাংলাদেশে সিলেট লন্ডন-ফ্লাইট বাতিল
https://parstoday.ir/bn/news/bangladesh-i85802-যুক্তরাজ্যে_করোনাভাইরাসের_নতুন_স্ট্রেইন_বাংলাদেশে_সিলেট_লন্ডন_ফ্লাইট_বাতিল
যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আগামী ২৩ ও ৩০ জানুয়ারি সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল রোববার সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৪, ২০২১ ১৫:২২ Asia/Dhaka
  • যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন: বাংলাদেশে সিলেট লন্ডন-ফ্লাইট বাতিল

যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আগামী ২৩ ও ৩০ জানুয়ারি সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল রোববার সংস্থাটির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত কারণে আগামী ২৩ ও ৩০ জানুয়ারি ঢাকা-সিলেট টু লন্ডন-সিলেট ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটের তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com-এ পাওয়া যাবে। সংস্থাটি আরও জানিয়েছে, এই দুই দিনের জন্য নিয়মিত ফ্লাইটের বাইরে দুটি অতিরিক্ত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুধু এই দুটি ফ্লাইটই বাতিল করা হয়েছে। তবে এই রুটে অর্থাৎ সিলেট-লন্ডন রুটের নিয়মিত ফ্লাইট চলাচল অব্যহত থাকবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

যুক্তরাজ্যফেরত যাত্রীদের কোয়ারেন্টিন  করতে দুটি হোটেল নির্ধারণ করা হয়েছে:

এদিকে, করোনার নতুন ধরন ছড়িয়ে পড়লেও বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের ফ্লাইট যোগযোগ অব্যাহত থাকায় সিলেটবাসীর মধ্যে আতংক রয়েছে। নতুন ধরণের সংক্রমণ ঠেকাতে চলতি মাসের প্রথম থেকে যুক্তরাজ্য থেকে দেশে আসা যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিন করার নির্দেশনা দিয়েছে সরকার। যুক্তরাজ্য ফেরত যাত্রীদের এ ক্ষেত্রে নিজ খরচ কোয়ারেন্টিনে থাকতে হবে।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (কোভিড-১৯ ও গণমাধ্যম শাখা) শাম্মা লাবিবা অর্ণব এ ব্যাপারে বলেন, ‘প্রাথমিকভাবে সিলেটে যুক্তরাজ্যফেরত যাত্রীদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে দুটি হোটেল চূড়ান্ত করা হয়েছে। কাল ওই দুটি হোটেলে যুক্তরাজ্যফেরত যাত্রীদের রাখা হবে। যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলে পরবর্তী সময়ে অন্য হোটেলের ব্যবস্থা করা হবে। সরকারি খরচে বিমানবন্দর থেকে যাত্রীদের হোটেলে নিয়ে আসা হবে। এছাড়াও থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা।’

আজ সোমবার যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সরাসরি প্রায় ৬০ জন যাত্রী সিলেটে আসার কথা রয়েছে। এসব যাত্রীর কোয়ারেন্টিন নিশ্চিত করতে নগরীতে দুটি আবাসিক হোটেল প্রস্তুত করা হয়েছে। সোমবার তারা দেশে ফেরার পর সরকারি নির্দেশনা অনুযায়ী এসব যাত্রীকে নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিন নিশ্চিত করার বিষয়টি নিয়ে রোববার সিলেট বিভাগীয় করোনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্যফেরত যাত্রীদের রাখতে সভায় হোটেল নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ফ্লাইট আসে বলে জানিয়েছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র। গত ৩১ ডিসেম্বর ২০৫ জন যাত্রী সিলেটে এসেছেন, তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়।#

পার্সটুডে/আবদুর রহমান/বাবুল আখতার/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।