বাংলাদেশের বিভিন্ন জেলায় বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু
ভেজাল মদ পানে দেশের বিভিন্ন জেলায় বাড়ছে মৃত্যুর ঘটনা। গত কয়েকদিনে অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীতে দুটি ঘটনায় ৫ জন ও বগুড়ায় পৃথক স্থানে ১১ জনের মৃত্যু হয়েছে।
দেশের একটি শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সেবা দানকারী ব্যবসায়িক গ্রুপের একদল কর্মী গত শুক্রবার গাজীপুরের সারা রিসোর্টে গিয়েছিলেন অবকাশ যাপনে। সেখান থেকে ফেরার পথেই তাদের মধ্যে অসুস্থতা দেখা দেয়।
শ্রীপুর থানার ওসি মো. ইমাম হোসেন জানান, যারা অসুস্থ হয়ে পড়েছেন, তাদের মধ্যে তিনজন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে, একজন আয়েশা মেমোরিয়ালে এবং একজন ইবনে সিনা হাসপাতালে ভর্তি রয়েছেন বলে তারা খবর পেয়েছেন।
সারা রিসোর্টের ঘটনায় এ পর্যন্ত তিনজন মারা গেছেন। “ইউনাইটেড হাসপাতালে যারা ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রে অসুস্থতার কারণ ‘অ্যালকোহল’ লেখা হয়েছে।”
ওদিকে, বগুড়ায় বিষাক্ত মদপানের ঘটনায় আজ মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে। এর আগে গতকাল সোমবার ৭ জনের মৃত্যু হয়। তারা হলেন- রাজমিস্ত্রী রমজান আলী, সুমন, চা বিক্রেতা সাজু, বাবুর্চি মোজাহার আলী, পলাশ, আলমগীর ও অটোচালক আব্দুল কালাম।
গত ৩১ জানুয়ারি রাতে পুরান বগুড়া, ভবের বাজার, কাহালু, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় আলাদাভাবে মদপানের ঘটনায় তাদের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, পুরান বগুড়ার দিয়াবাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে বিষাক্ত মদ পান করেন কয়েকজন। পরে অসুস্থ হয়ে পড়লে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে শহরের কালিতলা, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় মদপান করেন আরও কয়েকজন। তারাও অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সাতজনের মৃত্যু হয়।
বাংলাদেশে মদ সেবন এবং মদ বিক্রির বিষয়ে বিধিনিষেধ আছে। তবে সরকার অনুমোদিত কিছু ওয়্যার হাউজ, লাইসেন্সকৃত পানশালা এবং বিভিন্ন হোটেল থেকে মদ সংগ্রহের সূযোগ রয়েছে। শুধু মদ সেবন করার জন্য চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে দেওয়া লাইসেন্সধারী ব্যক্তিরাই এইসব জায়গা থেকে মদ কিনতে পারবেন।
সম্প্রতি ভেজাল মদ সেবন করে বেশ কয়েকজনের মৃত্যুর খবর আসার পর তৎপর হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ অবস্থায় সোমবার রাতে রাজধানীর ভাটারায় একটি ভেজাল মদের কারখানার সন্ধান পেয়েছে। সেখান থেকে ৬ জনকে আটক করা হয়।
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।