মার্চ ০৭, ২০২১ ২০:০৩ Asia/Dhaka

বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ মার্চ থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে, প্রস্তুতির বিষয়ে ১০ মার্চের মধ্যে তথ্য জানাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে  প্রস্তুতি কতটা  সম্পন্ন হয়েছে,  ৩০ মার্চের মধ্যে ব্যবস্থা নিতে পারবে কি না এবং  ২৯ মার্চের মধ্যে ব্যবস্থা নিতে না পারলে তার কারণগুলো জানাতে বলা হয়েছে।

শিক্ষামন্ত্রাণালয়ের সিদ্ধান্ত  অনুযায়ী, শুরুতে উচ্চমাধ্যমিক পর্যায়ের দ্বাদশ, মাধ্যমিক পর্যায়ে দশম এবং প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন (সপ্তাহে ছয় দিন) ক্লাস হবে। এ ছাড়া , দ্বিতীয়,তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে এক দিন ক্লাস হবে। নবম ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুদিন করে ক্লাস হবে, আর প্রাক্-প্রাথমিকের ক্লাস আপাতত বন্ধই থাকছে।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সম্পর্কে বরিশালের একটি সরকারি  প্রথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা ইয়াসমীন  রেডিও তেহরানকে বলেন,  এক বছর ধরে স্কুল   বন্ধ থাকার পর স্কুল ভবন, আঙ্গিনা ও  শ্রেণিকক্ষগুলি পরিষ্কার পরিচ্ছন্ন  করা হচ্ছে, শিক্ষকদের টিকা দেয়া হয়েছে, ক্লাসে প্রবেশের আগে ছাত্রদের জন্য প্রয়োজনীয়  সেনিটাইজার ও  মাস্ক সংগ্রহ  করা হয়েছে এবং  ছাত্র-ছাত্রীদের সামাজিক দুরত্ব বজায় রেখে  শ্রেণি বিন্যাস করা হচ্ছে। 

এ প্রসঙ্গে, মাউশির মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন,  তাঁরা এখন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর   প্রস্তুতির ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি নিজেই প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে ভিজিটে  যাচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রস্তুতির পাশাপাশি ১০ মার্চের মধ্যেই শিক্ষকদের টিকা গ্রহণ করতে বলা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল-কলেজ ৩০ মার্চ খুললেও বিশ্ববিদ্যালয় খুলবে ২৪ মে থেকে।  অবশ্য শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে একসঙ্গে অসংখ্য শিক্ষার্থী থাকায় এখনই হল খুলতে চাচ্ছে না সরকার। ১ লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় খুলতে চায় সরকার।#

পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৭

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ