আন্তর্জাতিক আল-কুদস দিবস উপলক্ষে অনলাইন সেমিনার
(last modified Thu, 06 May 2021 08:26:54 GMT )
মে ০৬, ২০২১ ১৪:২৬ Asia/Dhaka
  • আন্তর্জাতিক আল-কুদস দিবস উপলক্ষে অনলাইন সেমিনার

আন্তর্জাতিক আল-কুদস দিবস (পবিত্র রমযানের শেষ শুক্রবার) উপলক্ষে আল-কুদস কমিটি বাংলাদেশ-এর উদ্যোগে আগামীকাল ২৪ রমযান ১৪৪৩ হিজরী, শুক্রবার, ৭ মে, ২০২১, বিকাল ৩.০০ টায় 'রমযান এবং আল-কুদস দিবস’ শীর্ষক অনলাইন সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট বিজ্ঞানী ড. এম. শমশের আলী।  বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জনাব মোহাম্মাদ রেজা নাফার ও বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত জনাব ইউসেফ এস ওয়াই রামাদান।

এ ছাড়াও অনলাইন সেমিনারে আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য পেশ করবেন এ্যাড. এ. কে. এম বদরুদ্দোজা, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, ড. মুহাম্মাদ সিদ্দিকুর রহমান খান, প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. মওলানা এ. কে. এম মাহবুবুর রহমান, অধ্যক্ষ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা, চাঁদপুর, অধ্যক্ষ মুহাম্মাদ শওকাত হোসেন, সম্পাদক, দৈনিক আজকের ভোলা, জনাব জামাল উদ্দীন বারী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। 

সেমিনারে সভাপতিত্ব করবেন আল-কুদস কমিটি বাংলাদেশের সভাপতি প্রফেসর ড. শাহ কাউসার মুস্তফা আবুল উলাই।  অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করবেন আল-কুদস কমিটি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান।

আল-কুদস কমিটি বাংলাদেশের পক্ষ থেকে আলোচ্য সেমিনারে অংশগ্রহণ করার জন্য আল-আকসা মসজিদ প্রেমিক সকল মুসলমানের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সেমিনারের লিংক :

https://us02web.zoom.us/j/85262857449

Meeting ID: 852 6285 7449

ফেসবুকে লাইভ দেখতে:

https://www.facebook.com/mostafatareq.hassan/live

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ