আইআরআইবি ফ্যান ক্লাবের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ
https://parstoday.ir/bn/news/bangladesh-i91348-আইআরআইবি_ফ্যান_ক্লাবের_উদ্যোগে_ঈদ_উপহার_সামগ্রী_বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা করেছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ০৮, ২০২১ ১৮:২৩ Asia/Dhaka
  • ঈদ উপহার বিতরণ করছেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ\\\\\\\\\\\\\\\'র সভাপতি মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ
    ঈদ উপহার বিতরণ করছেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ\\\\\\\\\\\\\\\'র সভাপতি মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা করেছে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ।

আবদুল কাইয়ুম চৌধুরী ও যুবরাজ চৌধুরী

আজ (শনিবার) দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাউথইস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল কাইয়ুম চৌধুরী।

আইআরআইবি ফ্যান ক্লাব বিজয়করা শাখার সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের প্রতিরক্ষা সচিব মরহুম আবদুল্লাহ আল মহসিন চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত করেন হাফেজ মোহাম্মদ আবদুর রশিদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র সভাপতি মোহাম্মদ জাকারিয়া চৌধুরী যুবরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথদিঘী ইউপির প্যানেল চেয়ারম্যান কাজী রেহানা বেগম, ৯ ওয়ার্ডের মেম্বার সাহিদুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে করোনাকালে সমস্যায় জর্জরিত বিভিন্ন গ্রামের ২০০ পরিবার এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বেতিয়ারা এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় ১০ প্যাকেট, দক্ষিণ বেতিয়ারা হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ১০ প্যাকেট, কদম মোবারক এতিম খানা ও হাফেজিয়া মাদরাসায় ৩৫ প্যাকেট উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও গরীব ও অসহায় পরিবারের মাঝে নগদ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আগা রেয়াজুল হক চৌধুরী, কাজী আবদুল্লাহ ফরহাদ অপু, সুলতান এ আলম মুনির, পলাশ খন্দকার, হেদায়েতুল্লাহ চৌধুরী শাহিন, মেহেরাজ হাবিব চৌধুরী, রেয়াজুল ইসলাম মিলন প্রমুখ।

আয়োজক যুবরাজ চৌধুরী জানান, অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে তিনি ছাড়াও আর্থিক সহায়তা দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি আহম্মেদ মাহবুবুল আলম চৌধুরী। 

এর আগে শুক্রবার রাত সাড়ে আটটায় যুবরাজ চৌধুরী আমন্ত্রণে উপহার সামগ্রী প্যাকেট করার সময় ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক ভাইস প্রেসিডেন্ট, পিপি (দুদক) ও জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রামের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী। এ সময় তিনি ক্লাব সদস্যদেরকে কাজে সন্তোষ প্রকাশ করেন এবং সবাইকে উৎসাহ দেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন