বাংলাদেশে ঈদের জামাতে ফিলিস্তিনসহ মুসলিম উম্মাহ’র হেফাজতের জন্য দোয়া
করোনাভাইরাস মোকাবিলায় চলমান বিধি-নিষেধের মধ্যেই বাংলাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো মহামারির মধ্যেই ঈদ উদযাপন করছেন ইসলাম ধর্মাবলম্বীরা।
৩০ দিন সিয়াম সাধনার পর আজ (শুক্রবার) ঈদুল ফিতরের নামাজ আদায় করলেও ঐতিহ্য অনুযায়ী নামাজের পর কোলাকুলি বা হাত মেলাননি তারা।
আজ সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এরপর আরও চারটি জামাত অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসজনিত মহামারির কারণে এবারও জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। সরকারি নির্দেশনায় পাড়া-মহল্লার মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এবার বায়তুল মোকাররম মসজিদে প্রবেশে ছিল পুলিশি কড়াকড়ি। মাস্ক পরা ও হ্যান্ডস্যানিটাইজার দিয়ে জীবাণুনাশক নিশ্চিত করে মুসল্লিদের প্রবেশ করানো হয় মসজিদে। ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদে অনুষ্ঠিত হওয়া ঈদের প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান।
সকাল ৭ টা ২১মিনিটে শুরু হয় ঈদ জামাতের মোনাজাত। ১০ মিনিটব্যাপী চলা মোনাজাতে আল্লাহ্র কাছে দুহাত তুলে দোয়া করেন ছোট বড় সব বয়সী মুসল্লিরা।
মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলমানের শান্তি, সমৃদ্ধি, করোনা মহামারি থেকে পরিত্রাণের কামনা ও দোয়া করা হয়। সেইসাথে ফিলিস্তিনসহ সারা বিশ্বের মুসলমানদের হেফাজত করার জন্য মহান আল্লাহর সাহায্য চাওয়া হয়।

ফিলিস্তিনিদের ওপর হামলায় তথ্যমন্ত্রীর নিন্দা
সকাল ৯টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় জামাতে নামাজ আদায় শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, ঈদের দিন ফিলিস্তিনে মুসলমানদের ওপর আক্রমণ হয়েছে, এটি তীব্র নিন্দাজনক।
তিনি বলেন, ‘ফিলিস্তিনে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, সেটিই আল্লাহর কাছে প্রার্থনা। আল্লাহর কাছে প্রার্থনা করি, বাংলাদেশের সব মানুষের জীবনে যেন সুখ-শান্তি-সমৃদ্ধি বয়ে আসে। আমাদের দেশে যে উন্নয়ন চলছে, সমৃদ্ধি আসছে, তা যেন অব্যহত থাকে, আজকের পবিত্র দিনে এটিই প্রার্থনা।’ এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।