বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩২, শনাক্ত প্রায় দ্বিগুণ
https://parstoday.ir/bn/news/bangladesh-i91766-বাংলাদেশে_২৪_ঘণ্টায়_করোনায়_মৃত্যু_৩২_শনাক্ত_প্রায়_দ্বিগুণ
ঈদের পরে বাংলাদেশের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু এবং শনাক্তের হার বেড়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন আর এ সময় নতুন করে ৬৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আগেরদিন ২৫ জনের মৃত্যু এবং ৩৬৩ জনের শনাক্ত হবার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
মে ১৭, ২০২১ ১৭:০৫ Asia/Dhaka
  • বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩২, শনাক্ত প্রায় দ্বিগুণ

ঈদের পরে বাংলাদেশের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু এবং শনাক্তের হার বেড়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন আর এ সময় নতুন করে ৬৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আগেরদিন ২৫ জনের মৃত্যু এবং ৩৬৩ জনের শনাক্ত হবার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩২ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১২ হাজার ১৮১ জন। আর নতুন শনাক্ত হওয়া ৬৯৮ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন সাত লাখ ৮০ হাজার ৮৫৭ জন। এ হিসাবে আজ দেশে করোনা শনাক্ত হওয়া রোগী সাত লাখ ৮০ হাজারও ছাড়িয়ে গেল।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫৮ জন। এদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হলেন সাত লাখ ২৩ হাজার ৯৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১০ হাজার ৫০৯টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১০ হাজার ৩৪৭টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ লাখ ১৮ হাজার ৬৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৮৮ হাজার ৭৩৩টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৫ লাখ ২৯ হাজার ৩৩০টি।

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ছয় দশমিক ৭৫ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬০ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৬ শতাংশ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।