করোনাভাইরাস: ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ল
(last modified Sat, 22 May 2021 11:17:00 GMT )
মে ২২, ২০২১ ১৭:১৭ Asia/Dhaka
  • করোনাভাইরাস: ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৩৮ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ হিসাব গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৮ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২হাজার ২৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায়শনাক্তের হার ৮ দশমিক ৪১ শতাংশ।দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৭২৬। আর দেশেকরোনাভাইরাসে মোট মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩৪৮। মোট সুস্থহয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৭৯৮ জন।সীমান্ত বন্ধ থাকবে ৩১শে মে পর্যন্ত

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ল

ভারতে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আরও আট দিন বাড়িয়ে ৩১শে মে পর্যন্ত করা হয়েছে। এ সময় ভারতে আটকে পড়া যেসব বাংলাদেশি দেশে ফেরার অনুমতি পাবেন তাদের আগরতলা ও আখাউড়া চেকপোস্টে কিউআর কোডসহ করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে।

উল্লেখ্য, করোনার ভয়াবহ পরিস্থিতির কারণে গত ২৬শে এপ্রিল ভারতের সঙ্গে ১৪ দিনের জন্য সব ধরনের স্থলসীমান্ত বন্ধ ঘোষণা করে বাংলাদেশ। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের পণ্যবাহী যানবাহনের চলাচল অব্যাহত আছে। দর্শনা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করা যাবে। তবে, ভারতে আটকা পড়া বাংলাদেশিরা আগামীকাল রোববার থেকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা জেলাা প্রশাসন। আজ শনিবার চুয়াডাঙ্গা জেলাা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে তার কার্যালয়ে জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ভারত থেকে আসা সকলকে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে। জেলার নার্সিং ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, স্থানীয় আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে থাকবেন তারা। যারা অসুস্থ কিংবা করোনা পজিটিভ হবেন তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হবে।

ফুলগাজী সীমান্তে ৩ নারীকে আটক

এদিকে, শুক্রবার ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুচা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশকালে ৩ নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকৃতরা হলেন- রাজধানী ঢাকার মিরপুর এলাকার মোছা. নুর জাহান আক্তার (২৩), ঢাকার সাভারের মোছা. সেলিনা আক্তার (২৪), চট্টগ্রামের পেকুয়া থানার মোছা. খালেদা আক্তার (২২)। বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে। আদালত তাদের জামিন দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার অধীনে ১৪ দিনের কোয়ারেন্টিন নিশ্চিত করতে  নির্দেশ দিয়েছে। বর্তমানে তারা ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ারেন্টিনে রয়েছে।#

পার্সটুডে/  আব্দুর রহমান খান/ বাবুল আখতার/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ