করোনাভাইরাস: ৯ মে’র পর বাংলাদেশে একদিনে সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i92668-করোনাভাইরাস_৯_মে’র_পর_বাংলাদেশে_একদিনে_সর্বোচ্চ_৪৩_জনের_মৃত্যু
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। গত ৯ মে’র পর গত ২৬ দিনে এই ভাইরাসের সংক্রমণ নিয়ে একদিনে এত বেশি মানুষ মারা যায়নি। সবমিলিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৮০১ জনে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ০৫, ২০২১ ১৭:০১ Asia/Dhaka
  • করোনাভাইরাস: ৯ মে’র পর বাংলাদেশে একদিনে সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। গত ৯ মে’র পর গত ২৬ দিনে এই ভাইরাসের সংক্রমণ নিয়ে একদিনে এত বেশি মানুষ মারা যায়নি। সবমিলিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৮০১ জনে। 

আজ (শনিবার) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪৭ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৯ হাজার ৩১৪ জনে। গত একদিনে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৬৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৯ হাজার ৪২৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০ লাখ ৩৪ হাজার ২৬০টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ।

নোয়াখালীতে আক্রান্তের রেকর্ড

নোয়াখালীতে একদিনে করোনাভাইরাসে আক্রান্তের রেকর্ড হয়েছে। কয়েক মাসের তুলনায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মাঝে করোনা শনাক্ত হয়েছে। একদিনে ৩৯টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১২৭ জনের। আক্রান্তের হার শতকরা ৩২ দশমিক ৫৬ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ হাজার ৫৪ জন। এর মধ্যে মারা গেছেন ১২৩ জন।

আজ (শনিবার) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, নতুন করে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের রেকর্ড হয়েছে। জেলার সদরে ৬৫, সুবর্ণচরে ৭, হাতিয়ায় ২, বেগমগঞ্জে ১৭, সোনাইমুড়ীতে ১১, চাটখিলে ২, সেনবাগে ৯, কোম্পানীগঞ্জে ১০ ও কবিরহাটে ৪জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আইসোলেশনে রয়েছে ২ হাজার ১৬১ জন রোগী। শহীদ ভুলু স্টেডিয়ামে চিকিৎসাধীন আছেন ৪৩ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় ৫ এপ্রিল থেকে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়, যা এখনো বহাল রয়েছে। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।