বাংলাদেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ২৫৩৭
https://parstoday.ir/bn/news/bangladesh-i92868-বাংলাদেশে_করোনায়_আরও_৩৬_জনের_মৃত্যু_শনাক্ত_২৫৩৭
বাংলাদেশে একদিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা আবারো ২৫০০ ছাড়িয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ০৯, ২০২১ ১৯:০১ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ২৫৩৭

বাংলাদেশে একদিনে করোনা শনাক্ত রোগীর সংখ্যা আবারো ২৫০০ ছাড়িয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে।

আজ (বুধবার) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৩৭ জন।

সরকারি হিসাবে দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৯৪৯ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জন। দেশের  ৫১০ টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৬০৪টি নমুনা সংগ্রহ এবং ২০ হাজার ৫৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৩৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

শিথিলতার কারণে পরিস্থিতি খারাপ হবার আশঙ্কা

ওদিকে, দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনা সংক্রমণ রোধে বিধি-নিষেধ আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ব্যক্তি পর্যায়ে যে নির্দেশনা দেয়া হয়েছে তা বাস্তবায়নে শিথিলতার পরিচয় দিলে পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ দুপুরে করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, জুনের ৪ তারিখ থেকে করোনা সংক্রমণ বাড়ছে। গতকাল আমরা দেখলাম ১২ শতাংশের বেশি। সীমান্তবর্তী কিছু জেলায় স্বাস্থ্য প্রশাসনের পরামর্শে স্থানীয় প্রশাসন কঠোর বিধি-নিষেধ বাস্তবায়ন করছে। এটা সবার মঙ্গলের জন্য করা হচ্ছে। আমরা জনগণের সহায়তা কামনা করি। কোনো জায়গায় শিথিলতার পরিচয় দিলে সেটি আমাদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না।

অধ্যাপক ডা. নাজমুল ইসলাম আরও বলেন, জয়পুরহাটে শতকরা হিসেবে শনাক্তের হার ২৫ শতাংশের বেশি, চাঁপাইনবাবগঞ্জে ২৯ শতাংশের বেশি, রাজশাহীতে ২৩ শতাংশের বেশি। এই জায়গাগুলোতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে। এসব জায়গায় লকডাউন বা বিধি-নিষেধ আরোপ করায় স্থিতি অবস্থা আছে। এটি যদি অব্যাহত রাখা যায়, তাহলে ঊর্ধ্বগতি থেকে আমরা রেহাই পেতে পারি।

ডা. নাজমুল ইসলাম বলেন, আমরা একাধিক টিকা ব্যবহার করার অনুমতি পেয়েছি, সেদিক থেকে আমরা ভাগ্যবান। আশা করছি, শিগগির আমরা প্রথম ডোজের টিকাদান কর্মসূচি চালু করতে পারবো। দ্বিতীয় ডোজের টিকার জন্য যারা অপেক্ষমান, তারাও যথা সময়ে টিকা পেয়ে যাবেন।

তিনি আর জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে করোনার নমুনা সংগ্রহের যে বুথ ছিল সেটি আর্মি স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। বিদেশগামী যাত্রীরা সেখানে নমুনা পরীক্ষা করাবেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।